এ যাবৎকালের সর্বকনিষ্ঠ মুসলিম নারী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত ১২ বছর বয়েসি রাদিয়াহ আমির নাসার ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। রাদিয়াহ আমির বসবাস করেন পাকিস্তানের করাচিতে এবং সেখানকার ‘ব্রিটিশ ওভারসিস স্কুল’- এ অধ্যয়ন করছেন তিনি। রাদিয়াহ নাসার তত্ত্বাবধায়নে ‘অ্যাস্ট্রোনোট ট্রেনিং এক্সপেরিয়েন্স’ (ATX) -এর জন্য সপ্তাহব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্দেশে কেনেডি স্পেস সেন্টার পরিদর্শন করবেন, তথ্যটি যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘রাদিয়াহ ২৬ জনবিশিষ্ট একটি গ্রুপে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। গোটা প্রশিক্ষণ সেশনটিতে থাকবে ‘অ্যাসট্রোনাট সিমুলেশন’ ও ‘মাইক্রোগ্র্যাভিটি স্পেসওয়াক’সহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়াবলী। আশা করা যায়, রাদিয়াহ সময় মতো প্রশিক্ষণকালীন চাপ, অভিজ্ঞতা, পরিভাষাসহ সমস্ত কিছ শিখে নিতে পারবে এবং এগুলো তার পরবর্তী জীবনেও কাজে আসবে- যা একজন নভোচারীর তার প্রতিটি জার্নিতেই সহযোগি হিসেবে কাজে আসে।
এ নির্বাচনের ফলে রাদিয়াহ আমির হতে যাচ্ছেন নাসায় অংশগ্রহণকারী বিশ্বের সর্বকনিষ্ঠ মুসলিম নারী। নিঃসন্দেহে রাদেয়ার বাবা -মা ও যারা তাকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের জন্য এটি গর্বের বিষয়। রাদিয়াহর জন্য শুভকামনা রইলো। সে যেন তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ার গড়ে বিশ্বমানবতার সেবায় এগিয়ে এসে প্রমাণ করতে পারেন, মুসলিমরা কারোর চেয়ে কম নয়।
সূত্র : দ্যইসলামিকইনফরমেশন.কম