জমিয়ত ইয়ুথ ক্লাব খেদমতে খালকের সংগঠন।এ বিষয়ে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বলেছেন, জমিয়তের ইয়ুথ ক্লাব কোন জঙ্গি সংগঠন নয়। খেদমতে খালকের অন্যতম সংগঠন জমিয়ত ইয়ুথ ক্লাব। ভারতে মুজাফফরনগরে ইসলামিয়া ইন্টার কলেজ মাঠে জমিয়তে উলামা হিন্দের ইয়ুথ ক্লাব আয়োজিত একটি প্রতিযোগিতা অনুষ্ঠানে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি এসব কথা বলেন।
ডেইলি হামারা সমাজ সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের অঙ্গ সংগঠন ইয়ুথ ক্লাবের এই প্রতিযোগিতায় ৭০০ জন তরুণ অংশ গ্রহণ করেছিলেন। তাদের প্রত্যেকেই ইয়ুথ ক্লাব থেকে প্রশিক্ষিত হয়েছেন। তিনি আরো বলেন, ইয়ুথ ক্লাব থেকে প্রশিক্ষিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। দেশ ও মুসলমানদের কল্যাণে কাজ করবে। জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে জমিয়তের ইয়ুথক্লাবের কার্যক্রম শুরু হয়েছে।
ইয়ুথক্লাবের প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ সাঈদ, কারী আহমদুল্লাহ, মুফতি মুহাম্মদ ইয়ামীন, মাওলানা ইসমাঈল সাদিকী, মাওলানা হোসাইন আহমদ, কারী মোহাম্মদ আরিফ, মাওলানা মুহাম্মদ ইকবাল, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কালিমুল্লাহ, মাওলানা মুআয হোসাইন, কারী হিফজুর রহমান, কারী আব্দুল মাজীদ, মুফতি আব্দুস সামাদ, মাওলানা আরশাদ আহমদ, মাওলানা ইসরাইল, মাওলানা শাহাদত আহমদ, মাওলানা নওশাদ আহমদ, কারী মুহাম্মদ আদিল, মাওলানা মুহাম্মদ কামিল, মাওলানা নাদিম, মাওলানা হেদায়াতুল্লাহ সিদ্দিকী প্রমুখ।