এবারের বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে । টঙ্গীর তুরাগ নদের তীরে ঢল নেমেছে লাখো মুসল্লির। যতটুকু চোখ যায়, শুধু দেখা মিলে টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিদের। লাখ লাখ মুসল্লি কাতারবন্দি হয়ে জুমার নামাজ আদায় করেছেন।
বৃহৎ এ জামায়াতে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতীব ও তাবলিগের শীর্ষ মুরব্বি ও শূরা সদস্য মাওলানা জোবায়ের। দুপুর ১টা ৪২ মিনিটে নামাজ শুরু হয়।
শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিতে গাজীপুরের আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে ভিড় করেছেন। জুমার নামাজের আগেই ইজতেমার পুরো শামিয়ানা ও ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা অংশ নেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়ক ও গলিতে। মূলত বুধবার রাত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমা ময়দানে জড়ো হন মুসল্লিরা।
সৌজন্যে : ইনসাফটোয়েন্টিফোর.কম