ছবিতে দেখছেন ভারতের বিখ্যাত সুরকার এ.আর. রহমান এবং তাঁর মেয়ে খাদিজাকে। এ. আর রহমানের মেয়ের এই হিজাব এবং নিকাব পরা ছবি নিয়ে তর্ক-বিতর্ক চলছে সোস্যাল মিডিয়ায়। অনেকে ২১ শতাব্দীতে এসে এভাবে একজন আধুনিক মেয়ে নিজেকে ঢেকে রেখেছে তা নিয়ে হাসাহাসি করে টুইটারে ট্রল করছে। সম্প্রতি ভারতীয় ব্যবসাসফল ছবি স্লামডগ মিলিয়নেয়ারের ১০ বছরপূর্তি উপলক্ষে মুম্বাইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে ছবিটির গানগুলোর সুরকার এআর রহমানকে মঞ্চে ডাকা হয়।
এসব সমালোচনার জবাব দিয়ে বাবা রহমান তার মেয়ে খাজিদার পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। তিনি মেয়ের এই পোশাক কে তার লাইফ তার চয়েজ হিসাবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার রাতে কন্যা খাতিজার বোরখা পরাকে সমর্থন করে তিনি টুইট করেছেন, ‘ফ্রিডম টু চুজ’, অর্থাৎ পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা বলে।
এ ব্যাপারে খাদিজা তার প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘সম্প্রতি আমার বাবার সাথে একটি প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমার পোশাক দেখে অনেক সমালোচনা হচ্ছে।অনেকে মন্তব্য করেছে আমার বাবা আমাকে বাধ্য করছে এমন পোশাক পরিধান করতে। আমি উনাদের জানাতে চাই, আমার মা-বাবা আমাকে এসব ব্যাপারে বাধ্য করে নাই। যেহেতু জীবনটা আমার, তাই আমার শরীরে কি পোশাক থাকবে তা চয়েজ করবার একমাত্র অধিকার ও আমার। তাই, আমি আমার জন্য এই পোশাককে বেছে নিয়েছি।’
প্রসঙ্গত এক শৈব হিন্দু পরিবারে জন্ম এআর রহমানের। ইসলামধর্ম গ্রহণ করে এএস দিলীপ কুমার নাম থেকে তিনি নিজের নাম রাখেন আল্লাহ রাখা রহমান, সংক্ষেপে এআর রহমান।