আন্তর্জাতিক সংবাদ

নতুন বছরে স্বাধীনতা লাভ করছে নতুন মুসলিম দেশ

জানুয়ারি ২০১৯ থেকে বিশ্ব মানচিত্রে নতুন মুসলিম দেশ হিসেবে স্থান পাবে ‘বাংসামোরো’। ‘বাংসোমোরো’ ফিলিপাইনি শব্দ। এর অর্থ ‘নেশন অব দ্য মরো’ বা ‘মরো জাতির দেশ।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে আনুষ্ঠানিকভাবে বাংসামোরোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি মরো মুসলমানদের আইনগত ও ভৌগলিক স্বায়ত্তশাসন দিয়ে আইন পাস করেছেন। ইতোমধ্যে ‘বাংসোমোরো অর্গানিক আইন’ অনুমোদনের যাবতীয় কাজও সম্পন্ন হয়েছে। দুতার্তে এই আইনে স্বাক্ষর করায় মরোর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র।

৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত একটি জনপদ এই বাংসামোরো। নতুন এ দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ৫৬ লাখ। এটি ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের অন্তর্ভূক্ত। দেশটির সংক্ষিপ্ত নাম মোরো। খনিজসম্পদে সমৃদ্ধ বাংসামোরো নতুন মুসলিম জনপদের প্রধান হচ্ছে ড. মুরাদ ইবরাহিম। পূর্ব এশিয়ার ফিলিস্তিন নামে এ দেশটি সমধিক পরিচিত।

 দীর্ঘ ৫০ বছরের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে মোরো জাতি। মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে ফিলিপাইন সরকার বাংসামোরো’য় কোনো কোনো উন্নয়ন করেনি ফলে জনপদটি একেবারেই অনুন্নত।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।

কমেন্টস করুন