ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরনো বই ও দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বিশ্বের গবেষকদের গবেষণায় সহায়তা করতে একটি ডিজিটাল প্ল্যাটফরম তৈরির প্রকল্প গ্রহণ করে দি আইস অন হেরিটেজ ফাউন্ডেশন।
হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যগুলোকে নথিভুক্তি করার ব্যতিক্রমী এ কাজ করছেন ফিলিস্তিনের ৯ উদ্যমী নারী।এই প্রকল্পে সহায়তা করছে ব্রিটিশ মিউজিয়াম। দি আইস অন হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানিন আল-আমসি বলেন, আন্তর্জাতিক মানে ডিজিটাল পুনরুদ্ধার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই প্রকল্পে পিএইচডি ও স্নাতকোত্তরধারী ৯ জন গবেষক কাজ করছেন।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে
https://youtube.com/shorts/A6ku20EaHt8?si=Xvn83Zj7_WOPG90U