করোনাভাইরাসের মহামারি প্রাদূর্ভারের আশঙ্কায় ২০২০ সালের পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব না আসার সিন্ধান্ত জানিয়েছে ৮টি দেশ। এ বছর হজ পালন বাতিল ঘোষণাকারী দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ব্রুনাই, দক্ষিণ আফ্রিকা, ভারত, মালয়েশিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড।
প্রতিটি দেশের পক্ষ থেকেই আলাদা আলাদাভাবে বিবৃতি দিয়ে এ বছর হজ পালনে তাদের দেশ থেকে কোনো মুসলিম সৌদি আরব না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বছর জুলাই মাসে শেষের দিকে পবিত্র হজব্রত পালনের সময় নির্ধারিত থাকলেও ইতিমধ্যে ৮টি দেশে হজে না যাওয়ার সিন্ধান্ত জানিয়ে দিয়েছেন। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় ২ মিলিয়ন মুসলিম হজব্রত পালনের জন্য সৌদি আরব আসেন। গত এক দশকে গড়ে ২৫ লক্ষ মুসলমান হজ করেছেন। হজ পালনে আসা হাজীদের মাধ্যমে সৌদি সরকারের সরকারি ফান্ডে বড় অঙ্কের অর্থনৈতিক প্রবৃত্তি যুক্ত হয়।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন