১. সাদা মরুভূমি, মিসর : আন্তর্জাতিক পর্যটকদের কাছে পরিচিত একটি নাম মিসরের ‘সাদা মরুভূমি’।
২. ব্লু সিটি, মরক্কো : জাদুকরী ও চোখ ধাঁধানো সিটির অবস্থান মরোক্কোতে। আটলান্টিকের পাড়ে মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ব্লু সিটি।
৩. পামুক্কালা, তুরস্ক : তুরস্কের পামুক্কালা এলাকাটি অপার সৌন্দর্যের এক আধার। প্রথম দর্শনে এই জায়গাটি দেখে মনে হতে পারে এটি বরফের পাহাড়।
৪. মদিনাতুস সালেহ, সৌদি আরব : ইসলামিক সভ্যতা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের প্রতি যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য ‘মদিনাতুস সালিহ’ একটি চমৎকার গন্তব্য।
৫. দুমাতুল জান্দাল ও জেদ্দা, সৌদি আরব : দুমাতুল জান্দাল সৌদি আরবের আল-জাওয়াফ প্রদেশে অবস্থিত। দেশটির বেশ প্রাচীন জায়গার মধ্যে এটি একটি। দুমাতুল জান্দালের পরিবেশ বেশ রুক্ষ ও প্রাণহীন।
৬. কনস্টান্টটিন, আলজেরিয়া : ২০১৫ সালে আরব-সংস্কৃতির রাজধানী নির্বাচিত হওয়া শহরটির নাম আলজেরিয়ার কনস্টান্টটিন। শহরটি ‘দ্য সিটি অব ব্রিজেস’ নামেও পরিচিত।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে
https://youtube.com/shorts/6xa06N06ijM?si=za8En_hziss0eMpS