রিয়াজুল জান্নাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি তথ্য। মসজিদুন নববী পরিদর্শনের পূর্বেই যেগুলো জেনে নেওয়া জরুরি। পবিত্র ভূমি সফরকালে এগুলো হয়ে উঠতে পারে আপনার জন্য প্রয়োজনীয় গাইডলাইন। তাই এক নজরে জেনে নিন রিয়াদুল জান্নাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
১. রিয়াজুল জান্নাহ কী? মসজিদুন নববীর কেন্দ্রকেই রিয়াজুল জান্নাহ বলা হয়ে থাকে। এটাকে বিবেচনা করা হয় মসজিদুন নববীর সব থেকে মঙ্গলজনক জায়গা হিসেবে। জায়গাটি নারী-পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা করা।
২. রিয়াজুল জান্নাহর ম্যাপটি দেখেছেন কখনো? অনেকেই রিয়াজুল জান্নাহর ম্যাপ নিয়ে দ্বিধা দ্বন্দে পড়ে যান। তাই এখানে পূর্ণ মানচিত্রটি তুলে ধরা হলো। যার প্রতিটি পথই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে।
৩. নারীদের জন্য রিয়াজুল জান্নাহয় অবস্থানের সময়সীমা : দিনের সব সময় নারীদের জন্য এটি উন্মুক্ত নয়। নারী-পুরুষের পরিদর্শনরে জন্য রয়েছে আলাদা আলাদা সময়সীমা। নারীরা জায়গাটি পরিদর্শন করতে পারেন ফজর, জোহর ও এশার নামাজের পর। নারী-পুরুষের জন্য আলাদা আলাদাভাবে প্রবেশদ্বার আলাদা আলাদা সময় খোলা হয়।
৪. রিয়াজুল জান্নাহয় দোয়া : অনেকেই এখানে পাঠ করার জন্য বিশেষ দোয়া সম্পর্কে জানতে চান। কিন্তু প্রকৃতপক্ষে এখানে পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে রাসুল (সা.) সবসময় এখানে দোয়া করতেন। তাই দোয়া করাটাই এখানের গুরুত্বপূর্ণ আমাল। তবে সেটা হতে পারে যেকোনো দোয়া।
৫. জান্নাতের বাগানসমূহের একটি রিয়াজুল জান্নাহ : তৎপর্য ও মাহাত্ম্যের বিবেচনায় রিয়াজুল জান্নাহ হলো দুনিয়ার অবস্থিত জান্নাতের বাগানসমূহের একটি।
৬. মসজিদুন নববীর সবুজ গালিচা : আপনি অবশ্য মসজিদুন নববীতে লাল গালিচা দেখতে পাবেন। তবে রিয়াজুল জান্নাহর বিশেষ এলাকাটুকু সবুজ গালিচায় ঘেরা। এ বিশেষ জায়গাটুকুকে বলা হয় ‘রওদা গ্রীন কার্পেট এরিয়া’।
৭. রিয়াজুল জান্নাহয় প্রবেশ : রিয়াজুল জান্নাহর দুটি প্রবেশদ্বার রয়েছে। আপনি চাইলে তাহাজ্জুদের সময় এটি পরিদর্শন করতে পারেন। আবার চাইলে সকাল ৮ থেকে ১০ টার মধ্যেও পরিদর্শন করতে পারেন।
৮. সর্বদা দোয়া কবুল হওয়ার স্থান : এটি এমন একটি জায়গা যেখানে দোয়া করলে আল্লাহ তায়ালা কখনো ফিরিয়ে দেন না। যে কারণে জায়গাটি সবসময় লোকে লোকারণ্য হয়ে থাকে।
৯. রিয়াজুল জান্নাহয় নামাজ আদায় : রিয়াজুল জান্নাহকে বলা হয় দুনিয়ায় জান্নাতের টুকরা। মুসলিমরা সবসময় ক্ষমা প্রার্থনার জন্য এখানে দু’রাকাত সলাত আদায় করার চেষ্টা করে থাকেন। আর এখানে একবার নামাজ আদায় বাইরে এক হাজারবার নামাজ আদায় করার সমতুল্য।
১০. আরও যে বিষয়গুলো জানা জরুরি : উল্লেখ্য, এই জায়গাটি পরিদর্শন করা হজ বা উমরা আদায়ের পূর্বশর্ত নয়। অতএব, প্রচণ্ড ভিড়ের কারণে যদি আপনি এটি পরিদর্শনে ব্যর্থ হন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু দোয়া করুন, যেন আপনি এটি পরিদর্শনের তওফিক পান। দেখা যায়, অধিকাংশ মানুষ এখানে তাড়াহুড়ো করে। যার ফলে অনেক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে কখনো কখনো।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন