দাজ্জাল সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি তথ্য। মুসলিম হিসেবে প্রত্যেকের এ তথ্যগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। ঈমানের দাবিতে আমরা বিশ্বাস করি, রাসুল (সা.) দাজ্জাল সম্পর্কে যা বলে গেছেন নিঃসন্দেহে তা সত্য। যখনই পৃথিবীতে কোনো নবী এসেছেন তিনি তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেছেন। মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানরা বিশ্বাস করে, একদিন দাজ্জাল আসবে। দাজ্জাল দেখতে কেমন হবে? হাদিসে এমন অনেক কথা উল্লেখ রয়েছে, যেগুলোর মাধ্যমে খুব সহজেই দাজ্জালকে চিহ্নিত করা যায়। হাদিসে রাসুলে ইরশাদ হয়েছে, ৭০ হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে। দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে এবং সে কখনো মদিনায় প্রবেশ করতে পারবে না। উল্লিখিত আলামতগুলো ছাড়াও দাজ্জাল সম্পর্কে সহীহ হাদিসে আরও কিছু তথ্য পাওয়া যায়। আজ দাজ্জাল সম্পর্কে এমন ১০টি তথ্য আলোচনা করব, যা প্রত্যেক মুসলমানের জানা আবশ্যক।
১. কেমন হবে দাজ্জালের চোখ?
ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মাদ (সা.) দাজ্জালকে ‘আল আওয়ার’ হিসেবে উল্লেখ করেছেন। আল আওয়ার দ্বারা এমন মানুষকে বোঝানো হয় যার এক চোখ অন্ধ। মুহাম্মাদ (সা.) বলেছেন, দাজ্জালের ডানচোখ হবে আঙুরের মতো। আর তার বামচোখ হবে গুপ্তচরদের চোখের মতো বিচক্ষণ।
২. দাজ্জালের চুল কেমন থাকবে?
বুখারী শরীফের ৩৪৩৯ নম্বর হাদিস অনুসারে হজরত মুহাম্মাদ (সা.) দাজ্জালের চুল সম্পর্কে বলেছেন, দাজ্জালের চুল থাকবে কোঁকড়া এবং তার মাথায় প্রচুর চুল থাকবে।
৩. কপালে কী লেখা থাকবে?
সহীহ মুসলিমের ২৯৩৩ নম্বর হাদিস অনুসারে রাসুল (সা.) বলেছেন, দাজ্জালের কপালে ‘কাফির’ শব্দটি লেখা থাকবে। আর একজন মুমিন সহজেই লেখাটি চিনতে পারবে। মুসলিম শরিফের আরেক বর্ণনা অনুযায়ী, কেউ মুমিন হলে নিরক্ষর হওয়া সত্ত্বেও সে এটি পড়তে পারবে।
৪. দাজ্জাল কেন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না?
সহীহ মুসলিমের ২৯৪৩ নং হাদিসে উল্লেখ রয়েছে, দাজ্জাল মক্কা-মদিনায় প্রবেশ করতে পারবে না। অন্যান্য সহীহ হাদিসও এই বর্ণনাকে সমর্থন করে।
৫. মৃতকে জীবিত করার ক্ষমতা থাকবে দাজ্জালের
বুখারী শরীফের ১৮৮২ নম্বর হাদিস অনুসারে বোঝা যায়, দাজ্জাল মানুষকে মৃত বানিয়ে আবার তাকে জীবিত করতে সক্ষম হবে।
৬. ইতিহাসের সবচেয়ে কঠিন ফিতনা দাজ্জালের ফিতনা
সহীহ বুখারির ৮০৯ নম্বর হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তির সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ থাকবে সে সহজেই দাজ্জালকে চিহ্নিত করতে পারবে।
৭. সত্তর হাজার ইহুদি অনুসারী থাকবে দাজ্জালের
সহীহ মুসলিমে উল্লেখ আছে, রাসুল (সা.) বলেছেন, ৭০ হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে।
৮. আগুন ও পানি নিয়ে আসবে দাজ্জাল
বুখারীর ৭১৩০ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে। তার ক্ষমতায় আগুন পানিতে পরিণত হয়ে যাবে, আর পানি পরিণত হবে আগুনে।
৯. আরবীয়দের অবস্থা কী হবে?
মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায়, রাসুল (সা.) বলেছেন, আরবের কিছু মানুষ থাকবে তারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে।
১০. দাজ্জালের মৃত্যু হবে কখন এবং কীভাবে?
জামে তিরমিযীর ২২৪৪ নম্বর হাদিসে উল্লেখ আছে, ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, হজরত ঈসা (আ.) ইজরাইলের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবে।
তথ্যসূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
ওকে/এমএইচ