দুরন্ত কিশোরদের স্কুল জীবনের একটি ট্র্যাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমধর্মী শর্টফিল্ম টিফিন।
আমাদের সমাজে মানুষের জীবনে কত বৈচিত্র্যপূর্ণ ঘটনা ঘটে, কত আশা-নিরাশার দোলাচলে এগিয়ে যায় জীবন। এর মধ্যেই কারো কারো জীবন হয়ে পড়ে কোন নির্মম বাস্তবতার মুখোমুখি। তেমনি একটি সত্য ঘটনা নিয়ে শর্টফিল্মটি তৈরি হয়েছে।
কিশোরদের দুরন্তপনার ভেতর দিয়ে ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনাটি আপনাকে আন্দোলিত করবে, করবে বিস্মিত এবং নতুন উপলব্ধিতে করে তুলবে উজ্জীবিত।
আদর্শ একাডেমী গেণ্ডারিয়া ঢাকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনয়ে সমৃদ্ধ টিফিন শর্টফিল্মের গল্প ভাবনায় রয়েছেন মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, আদর্শ একাডেমী গেণ্ডারিয়া। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় শাফায়াত তৌসিফ।
এতে আবহ সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক ও চলচ্চিত্রের আবহ সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।
শনিবার (২ অক্টোবর) টিফিন শর্টফিল্মটি অনলাইন চ্যানেল প্যানভিশন টিভিতে প্রচারিত হয়ে দর্শক নন্দিত হয়।