জাতীয় সংবাদ

ঐতিহাসিক ধুপখোলা মাঠে সীরাতুন্নাবী সা. সম্মেলন ৮ নভেম্বর

আগামীকাল ৮ নভেম্বর ঢাকার গেন্ডারিয়াস্থ ঐতিহাসিক ধুপখোলা মাঠে সীরাসুন্নাবী সা. সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটি আয়োজন করেছেন জাতীয় সীরাত কমিটি বাংলাদেশে। উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়া সীরাতুন্নাবী সা. সম্মেলনটিতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ওয়ায়েজীন কেরাম উপস্থিত থাকবেন। জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকবেন মধুপুরের ফরি সাহেব মাওলানা আব্দুল হামীদ, নুরে মদীনা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, ফরিদাবাদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আমীন, আকবর কমপ্লেক্স জামে মসজিদের প্রিন্সিপাল মুফতি দিলাওয়ার হোসাইন, ঢালকানগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি জাফর আহমদ, জাতীয় মসজিদ বায়তুল মোকররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান এবং মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা মামুনুল হক, মুফতি আমিমুল ইহসানসহ প্রায় অর্ধশতাধিক আলেম-উলামা।

সীরাতুন্নাবী সা. সম্মেলটিতে সভাপতিত্ব করবেন জাতীয় সীরাত কমিটি বাংলাদেশের সভাপতি মুফতি মুহাম্মাদ ইমাদুদ্দীন। এছাড়া সম্মেলনে ইসলামী সঙ্গীত ও নাতে রাসুল পরিবেশক করবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

সর্বস্তরের দ্বীনি ভাই-বোনদের এ সম্মেলনে যোগ দান করার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সীরাত কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি মুজিবুর রহমান ও যুগ্ন মহাসচিব মুফতি হেদায়েতুল্লাহ আজাদী।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।