জাতীয় সংবাদ

হবিগঞ্জস্থ ইকরা বাংলাদেশ স্কুলের পুরস্কারবিতরণী সেমিনার অনুষ্ঠিত

ইকরা বার্ষিক পুরস্কার বিতরণী ও শিশুর প্রতি মহানবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের ভালোবাসা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির আলোচনায় অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, আমাদের প্রিয়নবীজী শিশুদের ভালোবাসতেন। মসজিদে মিষ্টিজাতীয় জিনিস নিয়ে যেতেন শিশুদের দেয়ার জন্য। তিনি বলেন, আমি এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাসে আমি বলতে চাই, আপনারা এগিয়ে যান, নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের আদর্শ ছড়িয়ে দিন। ২ নভেম্বর ২০১৯ শনিবার বিকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
আল্লামা মাসঊদের জঙ্গিবাদবিরোধী ফতোয়ার প্রশংসা করে অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে একলক্ষ আলেমের স্বাক্ষর সম্বলিত আল্লামাা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের ফতোয়া দিয়ে যে অবদান রেখেছেন তা জাতি অকপটে তা স্বীকার করে। ইকরা বাংলাদেশ স্কুলের জন্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি একলক্ষ টাকা অর্থ বরাদ্দের ঘোষণাও দেন।
নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের আদর্শের সুনাগরিক গড়ার জন্যই আমরা ইকরা বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা করেছিলাম উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, নবীজী একজন শ্রেষ্ঠ নবী ও রাসূল ছিলেন। নিজেকে তিনি আরবী, মক্কী এবং মাদানী হিসেবে ঘোষণা করেছেন। দেশজ পরিচয়, দেশপ্রেম ইসলামে নিষিদ্ধ কোনো কিছু নয়। তাই ইকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করেই সুনাগরিক গড়তে চায়। হবিগঞ্জের মানুষদের প্রশংসা করে তিনি বলেন, গত এক বছরের পারফর্মেন্সে হবিগঞ্জ ইকরা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। সিলেটের মানুষ অনেক মেধাবী। হবিগঞ্জের মানুষ আরও বেশি মেধাবী। হবিগঞ্জ ইকরা ভালো করছে ইনশাআল্লাহ আরও ভালো করবে। আপনারা দুআ করবেন।
হবিগঞ্জ ইকরাকে এ্যাডভোকেট মো. আবু জাহির এমপির হাতে তুলে দিয়ে বলেন, এই ইকরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ভাববেন। আমি তাঁর হাতে এই স্কুলের দেখভালের ভারাভার দিয়ে গেলাম। তিনি ইকরাকে নিজস্ব জায়গায় দেখতে চান বলেও আশা প্রকাশ করেন।
ইকরা উপদেষ্টা মশিউর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ বানিয়াচং-আজমিরীগঞ্জের এমপি আবদুল মজিদ খান, হবিগঞ্জ জেলা অতিঃ পুলিশ সুপার রবিউল আলম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাংবাদিক মাওলানা মাসউদুল কাদির।
এ ছাড়াও বক্তব্য রাখেন, হাজী আমির হোসাইন, মাওরানা মোজাহিদ আলী, মাওলানাা সাইদুজ্জামান নূর, মাওলানা হোসাাইন আহমদ বাহুবলী, মাওলানাা শেখ শরিফ হাসানাত, মুফতী জুলকারনাইনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের শিক্ষাসচিব মুফতী আনোয়ার আমিরসহ অন্যান্য শিক্ষকগণ ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। শেষে ইকরা কোমলমতি শিশুদের পুরস্কার প্রদান করা হয়।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।