জাতীয় সংবাদ

শিগগিরই শুরু হচ্ছে হজ ভিসা : ধর্ম প্রতিমন্ত্রী

লিখেছেন মিরাজ রহমান

আমরা হজ ব্যবস্থাপনাকে সর্বাত্মকভাবে সুন্দর করার চেষ্টা করছি। সৌদি আরবও প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি ও নিয়ম প্রবর্তন করে হজযাত্রীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। সবকিছু সমন্বয় করে আমরা উদ্বেগহীন হজ মৌসুমের প্রত্যাশা করছি। বুধবার (১৯ জুন) রাজধানীর আশকোনাস্থ হজ ক্যাম্পে হজ চিকিৎসক দলের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সৌদি কর্তৃপক্ষ হজ ভিসা ইস্যু শুরু করবে। ভিসার জন্য তারা পাসপোর্ট জমা নেওয়া শুরু করেছে। ইতোমধ্যে হজযাত্রীদের প্রায় ৯০ হাজার বিমান টিকিট কাটা হয়েছে। যেখানে আগে হজ ফ্লাইট শুরু হলেও টিকিট কাটা হতো না। সৌদি এয়ারলাইন্স কর্তপক্ষের বিরুদ্ধে টিকিট বিক্রয় নিয়ে কিছু অভিযোগ এসেছে, আমরা সেগুলো নিরসনের চেষ্টা করছি। সব মিলিয়ে বলা চলে এবারের হজ ব্যবস্থাপনা অনেকটা সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলছে।

প্রতিমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, হজ চিকিৎসক দলের সদস্যরা কোনো আনন্দ ভ্রমণ কিংবা মার্কেটিংয়ের জন্য সৌদি আরব যাচ্ছেন না। তারা যাচ্ছেন বাংলাদেশি হজযাত্রীদের সেবা দিতে। এক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা আপনাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে হজযাত্রীদের সেবা করবেন। ধর্ম সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জিএম সালেহ উদ্দিন, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালায় ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, বরাবরের মতো এবারও জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশি হাজীদের জন্য চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে। আমাদের ইচ্ছা ছিলো, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানের হজ ক্যাম্প করার। কিন্তু সৌদি সরকারের কিছু বিধি-নিষেধের কারণে এটা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৩০ সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল গঠন করে ধর্ম মন্ত্রণালয়। দুই দলে বিভক্ত হয়ে তারা সৌদি আরবে দায়িত্ব পালন করবেন। হজ চিকিৎসক দলে ১০৫ জন চিকিৎসক, ৭৫ জন নার্স-ব্রাদার, ৪০ জন ফার্মাসিস্ট ও ১০ জন ওটি এসিস্ট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। চিকিৎসক দলের সদস্যরা ২ জুলাই থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।