ফিচার বই ভিডিও

বই পরিচিতি— ০২ : আহকামুন নিসা

Featured Video Play Icon

ইসলাম মানবজাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান। মানবজীবনের সকল বিষয়ে দিক-নির্দেশনা ও নীতিমালা রয়েছে ইসলামে। কেউ সেগুলো জেনে পূর্ণ জীবন ঢেলে সাজাতে পারলেই পূর্ণ মুসলমান হতে পারবে। পরিপূর্ণভাবে ইসলামী রীতিনীতি মানার জন্য পরিপূর্ণভাবে জানারও প্রয়োজন রয়েছে। আর ইসলামের বিধান মোতাবেক নারী-পুরুষ প্রত্যেক মুসলমানের ওপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ।

‘আহকামুন নিসা’ নারীদের জীবনের বিভিন্ন দিক ও বিষয়ের বিধান নিয়ে স্বতন্ত্রভাবে রচিত একটি গ্রন্থ। নারীদের প্রয়োজনীয় প্রায় সব বিষয়ের দিক-নির্দেশনা সম্বলিত এবং একই সাথে ব্যক্তিগতভাবে অধ্যায়ন করার মতো একটি গ্রন্থ এই আহকামুন নিসা। বইটিতে নিত্য প্রয়োজনীয় আমলের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বিশেষ বিশেষ আমলের ফাজায়েলও বয়ান করা হয়েছে, যাতে করে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

মোট সাতটি অধ্যায়ে সাজানো হয়েছে গোটা আহকামুন নিসা। প্রথম অধ্যায়ে নেক বিবিদের কাহিনী বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় জুড়ে রয়েছে মহিলাদের জন্য খাছ নসীহত। তৃতীয় অধ্যায়ে রয়েছে বৎসরের বিশেষ কয়েকদিনের আমলের বর্ণনা। চতুর্থ অধ্যায়ে স্থান দেওয়া হয়েছে ইলমে দ্বীন বিষয়ক আলোচনা। পঞ্চম অধ্যায়ে রয়েছে ঈমান ও তৎ সংশ্লিষ্ট আমল-আখলাকবিষয়ক আলোচনা। ষষ্ঠ অধ্যায়ে আনা হয়েছে ইবাদত ও সংশ্লিষ্ট ফাজায়েল ও মাসায়েলবিষয়ক আলোচনা। এবং সপ্তম অধ্যায়ে তুলে ধরা হয়েছে মাছনুন দোআ-দরুদ।


বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।
বই পরিচিতি— ০২ : আহকামুন নিসা।
প্রকাশক— মাকতাবাতুল আশরাফ।
লেখক— মাওলানা হেমায়েত উদ্দীন। 
রকমারি.কম লিঙ্ক— http://bit.ly/2Ov8IFv

বাংলাদেশের ইসলামী বইয়ের জগতে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকাতে স্থান লাভকারী অন্যতম একটি গ্রন্থ এই আহকামুন নিসা। বইটি রচনা করেছেন মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন। বাংলাদেশের ইসলামী প্রকাশনা জগতে প্রসিদ্ধ একজন লেখক তিনি। বইটিতে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর ও জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদরাসার মুহতামিম হজরত মাওলানা মাহমূদুল হাসান সাহেব (দা.) -এর একটি অভিমত যুক্ত রয়েছে।

২০০৫ সালের অক্টোবর মাসে বইটি প্রথম বাজরে এসেছে। আর বইটির পয়ত্রিশতম মুদ্রণ ছাপা হয়েছে ২০১৮  সালের ফেব্রুয়ারি মাসে। বর্তমানে ৩৫তম মুদ্রণ পাওয়া যাচ্ছে। ‘আহকামুন নিসা’ বইটি সম্পর্কে অনুভতি প্রকাশ করতে গিয়ে প্রকাশক মাওলানা হাবীবুর রহমান খান বলেন, ‘আল্লাহপাক এই কিতাবখানাকে কবুল করুন এবং এর দ্বারা মা-বোনদেরকে পূর্ণাঙ্গরূপে দ্বীন সম্পর্কে অবহিত হওয়ার ও আমল করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুন।’

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ। একমাত্র পরিবেশক মুমতায লাইব্রেরী। এ গ্রন্থটির দুই ধরনের ছাপা রয়েছে। একটি সাধারণ কাগজে, যার মূল্য ৩৮০ টাকা। অন্যটি অফসেট পেপারে, যার মূল্য ৪৯০ টাকা। বইটি কিনতে ফোন করুন, ৯৫৮৯৩০৮ অথবা ০১৭১২ ৮৯৫৭৮৫ নম্বরে। অনলাইন থেকে কিনতে ভিজিট করুন www.maktabatulashraf.com এই ঠিকানায়।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।