কাশ্মীরের এক মুসলিম নারী তার হজের জন্য সঞ্চিত টাকা কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধ তহবিলে দান করলেন। ভারতীয় টাকার হিসেবে মোট ৫০০,০০০ (পাঁচ লাখ) টাকা দান করেছেন এই নারী।
খালিদা বেগম নামের ৮৭ বছর বয়সী এই মুসলিম নারী ২০২০ সালে পবিত্র হজব্রত পালনের জন্য এই টাকা জমা করেছিলেন। এরপর যখন সৌদি আরবে লকডাউন ষোষিত হলো তখন তিনি তার পরিকল্পনাটি পরিবর্তন করলেন এবং করোনাভাইরাস তহবিলে তার সমস্ত টাকা দান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
খালিদা বেগম তার অর্থ ভাল কাজে লাগাতে চেয়েছিলেন। তিনি বহু লোককে এই মারাত্মক রোগে ভুগতে দেখেছিলেন। তাই তিনি তার হজের টাকাকে মানুষের জীবন রক্ষায় দান করার পদক্ষেপটি নিলেন।
খালিদা বেগম জম্বু কাশ্মীরের খুব কম সংখ্যক নারীদের মধ্যে একজন; যিনি কাশ্মীরে মুসলিম গণহত্যার পরেও একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে শিক্ষার সুযোগ পেয়েছিলেন। কর্নেল পীর মুহাম্মদ খানের পুত্রবধু তিনি।
সূত্র : দ্যইসলামিকইনফরমেশন.কম