জাতীয় সংবাদ

আইএফআইএল’র নতুন তিনটি সেবা পণ্যের উদ্বোধন

তিনটি নতুন সেবা পণ্যে উদ্বোধন করেছে শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। নতুন সেবা পণ্য তিনটি হচ্ছে, মুদারাবা আসান ডিপোজিট স্ক্রিম, রাহা (কমফোর্ট) এবং সিলা উল ইসতিহলাক (কমোডিটি) ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেবা পণ্য তিনটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ের আমানতকারীদের জন্য মুদারাবা আসান ডিপোজিট স্ক্রিমটি চালু হয়েছে। আর রাহা (কমফোর্ট) সম্পর্কে তিনি বলেন, এটি একটি বিনিয়োগ পণ্য; যা দুটি ভাগে বিভক্ত। এবং সিলা উল ইসতিহলাক (কমোডিটি) হলো একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ পণ্য।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইএফআইএলের ভাইস চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমাদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পরিচালক লিয়াকত হোসেন মোগল এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান, কোম্পানি সচিব এস. কিউ. বজলুর রশিদ, শরীয়াহ সুপারভাইজরি কমিটি মেম্বার সেক্রেটারি ও মুরাকিব মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসীনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।

কমেন্টস করুন