জাতীয় সংবাদ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মেগা রিয়েলিটি শো ইসলামিক আইকন

বাংলাদেশে এই প্রথম আলেমেদ্বীন ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্টদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা ও মেগা রিয়েলিটি শো ইসলামিক আইকন। গার্ডিয়ান রিসার্চ ফাউণ্ডেশনের উদ্যোগ ২০২১ সালের পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন রাত ১০.৫০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি। ইসলামিক আইকন সিজন ওয়ানে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিএম এলপি গ্যাস।

রাজধানী ঢাকার বাইতুল ভিউ টাওয়ারে অবস্থিত বার্টস আই রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুফতি গিয়াস উদ্দিন তালুকদার। উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম এনার্জি বিডি লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি মহিবুল্লাহিল বাকী নদভী, সিএসবিআইবিয়ের সাবেক সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ আরিফ এবং ইসলামিক আইকনের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসী।



সংবাদ সম্মেলনে বক্তগণ এ অনুষ্ঠানটি প্রকৃত মানের ইসলামিক স্কলার তৈরিতে এবং খুঁজে পেতে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  মুফতি মুহিবুল্লাহির বাকি নদভীর আখেরী মোনাজাতের মাধ্যমে সংবাদ সম্মেলনের সমাপ্তি হয়।

অনুষ্ঠানটির দেশব্যাপী অডিশন পর্ব ২০ ফেব্রুয়ারি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে । মূল পর্বে ১ম, ২য় ও ৩য়সহ মোট ১০ জন বিজয়ী সর্বমোট ১৫ লক্ষ টাকার পুরস্কারসহ বিদেশে উচ্চশিক্ষা ও ওমরাহ পালনের সুযোগ পাবেন। ১৮ থেকে ৩৫ বছরের যে কেউ অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য রেজিস্টেশন করতে পারেন। রেজিস্টেশন করতে নাম ও জেলার নাম লিখে এসএমএস করুন ০১৮৮৬০৫০৭০২ নম্বরে অথবা ম্যাসেজ পাঠাতে পারেন ইসলামিক আইকন ফেসবুক পেইজে।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।