জাতীয় সংবাদ

অনলাইন জার্নাল ‘চিন্তাধারা ডটকম’র যাত্রা শুরু

আত্মপ্রকাশ ঘটলো অনলাইন জার্নাল ‘চিন্তাধারা ডটকম’-এর । ঢাকাস্থ ফকিরাপুলে অবস্থিত চিন্তাধারা.কম অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়।

চিন্তাধারা ডটকমের প্রকাশক ও নির্বাহী সম্পাদক নূর মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও ব্যাংকার নেসার আতিক, ইনসাফটোয়েন্টিফোর.কম সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, লেখক শামসুর রহমান ওমর, লেখক মুহাম্মাদ ইরফান ও রকমারি ডটকমের মাওলানা ইহসানুল হক প্রমুখ। এছাড়া শতাধিক লেখক ও অনুবাদকও উপস্থিত ছিলেন এ উদ্বোধনী অনুষ্ঠানে।

অনলাইন জার্নাল চিন্তাধারা.কমের পথচলা সম্পর্কে প্রকাশক ও নির্বাহী সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, ‘চিন্তাধারা ডটকম যাত্রা শুরু করেছে ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গিকে ভার্চুয়ালি উপস্থাপনের লক্ষ্যকে সামনে রেখে। মূলতঃ চিন্তাধারা একটি অনলাইন জার্নাল; কোনো ব্লগ সাইট কিংবা নিউজ পোর্টাল নয়। ইসলামের ইন্টেলেকচুয়াল ডিসকোর্সকে সামনে আনতে এ-ই জার্নাল কাজ করে যাবে ইনশাআল্লাহ’।

ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গিকে অনলাইনে বাংলাভাষী পাঠকদের কাছে উপস্থাপনের লক্ষ্য সামনে নিয়েই মূলত চিন্তাধারা ডটকম যাত্রা শুরু করল। সাইটটি ভিজিট করুন চিন্তাধারা.কম এই ঠিকানায়।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।