আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের সংসদে প্রথম হিজাব পরা এমপি লায়লা

লায়লা আলী এলমি। ৩১ বছরের মুসলিম নারী। উত্তর ইউরোপের দেশ সুইডেনের বিরোধী দল প্রগতিশীল গ্রিন পার্টির এমপি। দেশটির গোথেনবার্গ শহরের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নির্বাচিত। লায়লা আলী সুইডেনের পার্লামেন্টে প্রথম মুসলিম হিসেবে হিজাব পরে যোগদান করেন।

অভিবাসী অধ্যুষিত অনুন্নত এলাকা থেকে লায়লা আলী এমপি নির্বাচিত হন। এ অঞ্চলে বেকারত্বের পাশাপাশি শিক্ষার নিম্নমানসহ গৃহায়ন সমস্যা প্রকট। সুইডেনের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকেই তিনি অভিবাসী সমস্যা, বেকরাত্ব নিরসনে স্থানীয় শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করেন প্রাতিষ্ঠানিক চাকরি ও অন্যান্য অধিকার লাভে বর্ণবাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে এ নারী এমপিকে।

উল্লেখ্য য, ৩১ বছর বয়সী অভিবাসী লায়লা দুই বছর বয়সে যুদ্ধ কবলিত আফ্রিকার দেশ সোমালিয়া থেকে বাবা-মায়ের সঙ্গে পালিয়ে সুইডেন আসে। সুইডেনের সমাজ ব্যবস্থায় বর্ণবাদ সমস্যা মারাত্মক। বর্ণবাদ সমস্যা দূরীকরণে গুরুত্বের সঙ্গে কাজ করেন লায়লা আলী এমপি। সুইডেনে লায়লা আলী এলমির সাফল্যে অভিবাসীরাও উজ্জীবিত।

সৌজন্যে : জাগোনিউজটোয়েন্টিফোর.কম

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।