আন্তর্জাতিক সংবাদ

রমজানে ৩৫ দেশে ৭০ ইমাম পাঠাচ্ছে সৌদি আরব

সৌদি ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আলে শাইখ ৭০ জন ইমামের নিয়োগ অনুমোদন করেছেন। যারা আসন্ন রমজানে মোট ৩৫টি দেশে তারাবীহ ও তাহাজ্জুদের (কিয়ামুল লাইল) নামাজে ইমামতি করবেন। মুসলিম উম্মাহর মাঝে ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে মন্ত্রণালয়টি।

ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আলে শাইখ বলেন, এই কর্মসূচি এই বার্তা দিচ্ছে যে, সৌদি আরব গোটা মুসলিম উম্মাহর প্রতি মনযোগী রয়েছে। তিনি আরো বলেন, ইমামগণ মুসলিম উম্মাহকে ধর্মীয় দিকনির্দেশনা দিবেন। এবং সকল বিষয়ে মধ্যমপন্থার দীক্ষা দিবেন। শরীয়াহ কলেজ থেকে এসকল ইমামদের বাছাই করা হয়েছে। তাঁরা ধর্মীয় বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং কুরআন মুখস্ত করেছেন।

তিনি আরো বলেছেন, মসজিদগুলো সাধারণত রমজান মাসে লোকারণ্য থাকে। তাই এটি ইমামদের জন্য সুবর্ণ সুযোগ। তারা এসময় মানুষদের সঠিক ইসলামী দিকনির্দেশনা দিতে পারেন। এর মাধ্যমে সৌদের সাথে সে দেশের সুসম্পর্ক বৃদ্ধি পাবে ইমামদের নিয়ে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে। যেখানে বহির্বিশ্বে ইসলাম সম্পর্কে বিভিন্ন অপপ্রচার ও এর জবাব বিষয়ে আলোচনা করা হয়েছে। কর্মশালাটিতে সৌদি ধর্মমনন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comment

লেখক পরিচিতি

আবু সাঈদ যোবায়ের

জন্ম কুমিল্লায়। পড়াশোনা করেছেন মাদ্রাসায়। বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সম্পন্ন করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক আয়োজিত একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ। লেখালেখি করেন ছোট বেলা থেকেই। ইসলামী সভ্যতা, ইতিহাস মুসলিম বিশ্বের নানা ঘটনা প্রবাহ নিয়ে লেখেন নিয়মিত। আরবী ইংরেজি থেকে অনুবাদও করেন। ইসলাম প্রতিদিনের সাথে আছেন কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে।