ফিচার বই ভিডিও

ভিন্নধারার ইতিহাসগ্রন্থ— ‘দক্ষিণপূর্ব এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও ইসলাম’

Featured Video Play Icon
লিখেছেন মিরাজ রহমান

দক্ষিণপূর্ব এশিয়া— পৃথিবীর অন্যতম জনবহুল ও বৈচিত্র্যপূর্ণ এলাকা। এখানে প্রাচ্যের অনেক ধর্ম ও সংস্কৃতির জন্ম হয়েছে। প্রাচীন অনেক জনপদের অস্তিত্ব ও লুপ্ত সভ্যতার অনেক কৃতিত্বপূর্ণ ইতিহাসের সূতিকাগার এ জনপদ। হিন্দু ও বৌদ্ধ সভ্যতার পীঠস্থান হিসেবে যেমন এ এলাকার জনগণ গর্ব করতে পারে ঠিক এমনইভাবে ইসলামের সুমহান শান্তি ও সাম্যের বাণী অত্র এলাকায় জনগণের হৃদয়ে তরঙ্গ সৃষ্টি করেই ক্ষান্ত হয়নি; বরং অনেক সভ্যতা ও সংস্কৃতির উদ্ভাবন ও উৎকর্ষের দাবিদার হিসেবে মুসলিম রাষ্ট্রতত্ত্বের ভিত্তি স্থাপন করেছে। এমনইভাবে খ্রিষ্টধর্ম, কনফুসিয়াস, টুয়াইজন, এনিমেলিজন, লোকজধর্মসহ অসংখ্য নৃতাত্ত্বিক ধর্ম ও সংস্কৃতি এ এলাকাকে সমৃদ্ধ করেছে।

দক্ষিণপূর্ব এশিয়ায় স্বাধীন এগারোটি রাষ্ট্র, দুটি টেরেটরি ও একটি প্রশাসনিক এলাকা রয়েছে। এখানে বৌদ্ধধর্ম-প্রভাবিত রাষ্ট্রের সংখ্যা চারটি— মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস। মুসলিম-প্রভাবিত রাষ্ট্রের সংখ্যা তিনটি— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই দারুস সালাম। খ্রিষ্টান-প্রভাবিত রাষ্ট্রের সংখ্যা দুটি— ফিলিপাইন ও পূর্ব তিমুর। আর ফোকধর্ম-প্রভাবিত রাষ্ট্র ভিয়েতনাম। যদিও এ দেশে বৌদ্ধ সংস্কৃতির ব্যবহার দৃশ্যমান। সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া আবার সংখ্যার দিক থেকে সবচেয়ে কম মুসলমানের দেশ লাওস এ অঞ্চলেই অবস্থিত।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর ইতিহাসের মৌলিক বিবর্তনের বিষয়গুলোর পর্যালোচনা, ভূখণ্ডের মানুষের ধর্মীয় বিশ্বাসের চিত্র এবং ইসলামের প্রচার-প্রসারের বিভিন্ন দিকসহ বর্তমান অবস্থার বর্ণনাগত অনন্য সংকলন দক্ষিণপূর্ব এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও ইসলাম গ্রন্থটি। অত্যন্ত গবেষণালব্ধ ও ভূয়সী প্রসংশাযোগ্য এই গ্রন্থটি লিখেছেন ড. মুহাম্মদ ইকবাল হোছাইন। কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক তিনি। ইউজিসি বৃত্তি নিয়ে ২০০৪ সালে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘সাংবাদিকতায় বঙ্গীয় উলামা-মাশায়েখ’। মূলত আন্তঃধর্মীয় সংলাপ, নারী অধিকার ও ইসলাম, মুসলিমবিশ্ব ও যুব উন্নয়নে কাজ করেন ড. ইকবাল। তাঁর ৯ টি বই ও ২৯টি গবেষণা-প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

গোটা বইটিতে দক্ষিণপূর্ব এশিয়ার সীমানাভুক্ত ১৪টি দেশের বিভিন্ন বিষয় ও দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া শুরুতে দক্ষিণপূর্ব এশিয়ার পরিচিতি ও এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় সংযুক্ত করা হয়েছে। বইটি প্রকাশ করেছে আওয়াজ পাবলিকেশন্স। পৃষ্ঠা সংখ্যা ১৫২। মুদ্রিত মূল্য ২৫০ টাকা। গ্রন্থটি কিনতে চাইলে কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সরাসরি ক্রয় করতে পারেন অথবা কল করতে পারেন ০১৭৫৪ ১০৬০৮৭ নম্বরে। এ ছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি.কমে

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।