জাকাত প্রশ্ন-উত্তর বেসিক ইসলাম

কোন কোন আত্মীয়কে জাকাতের অর্থ দেওয়া যাবে না?

প্রশ্ন : জাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আত্মীয়স্বজনদের মধ্যে কাদের জাকাত প্রদান করা যাবে না?

উত্তর : জাকাতদাতার সরাসরি ঊর্ধ্বতন যেমন, মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি এবং আরো উপরের দিকে ও অধস্তন যেমন- পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী, দৌহিত্র-দৌহিত্রী- এভাবে আরো নিচের দিকের কেউ জাকাত নিতে পারবে না। এবং স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। এ ছাড়া অন্যান্য আত্মীয়স্বজন যেমন ভাইবোন, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ফুফা-ফুফু ইত্যাদি আত্মীয়স্বজনরা জাকাত পাওয়ার উপযুক্ত গরিব হলে তাদের জাকাত দেওয়া যাবে।

[তথ্যসূত্র : বাদায়েউস সানায়ে ২/১৬২; আদ্দুররুল মুখতার ১/৪২৬]

সৌজন্যে : মাসিক আল-কাউসার


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।