কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘পশ্চিম ইউরোপের প্রাচ্যবাদ’ (Orientalism in the West Europe) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে মঙ্গলবার (২৯ শে অক্টোবর) এ সেমিনার আনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনা করেছেন প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন।
প্রাচ্যবিদরা ইসলাম চর্চা করে মুসলমানদেরকে কিভাবে বিশ্বের বুকে কোণঠাসা করে রাখার অভিপ্রায় চালিয়ে যাচ্ছে, তা তুলে ধরে তিনি বলেন, ‘প্রাচ্যবাদ’ হলো পাশ্চাত্য গবেষকদের প্রাচ্যকে জানার, আবিষ্কার করার এবং এই বিষয়ে জ্ঞান চর্চা করার একটি বিশেষ ধারা ।
ড. ইকবাল হোছাইন এ আলোচনায় প্রাচ্য তত্ত্বের ইতিহাস, প্রাচ্যবিদদের শিক্ষা পদ্ধতি, প্রাচ্যতত্ত্ব উদ্ভবের নেপথ্যের কারণ এবং মুসলিম বিশ্বে প্রাচ্যতত্ত্বের প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এছাড়া প্রাচ্যবিদরা মুসলমানদের বিরুদ্ধে যে সুগভীর ষড়যন্ত্র করতেছে, তা থেকে উত্তরণের উপায়ও তুলে ধরেন তিনি। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন দাওয়াহ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ।