জাতীয় সংবাদ

ইবিতে ‘কুরআনের আলোকে খেজুরের পুষ্টিগুণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টায় অনুষদ ভবনের নিচ তলায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে  ‘কুরআনের আলোকে খেজুরের পুষ্টিগুণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণার তত্ত্বাবধায়ক দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ ও অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন।

সেমিনারের সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং কো-সুপারভাইজার ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য-প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম রেজা। সেমিনারে ‘কোরআনের আলোকে খেজুর ও এর পুষ্টিগুণ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক মো. হাবিবুর রহমান তালুকদার।

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।