জাতীয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মুশায়েরা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মুশায়েরা আজ মঙ্গলবার। উর্দুবিভাগের আয়োজনে এই মুশায়েরা বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উর্দু বিভাগের চেয়ারম্যান ডক্টর রশিদ আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুশায়েরায় কবিগণ বাংলা, উর্দু ও অন্যান্য ভাষায় তাদের কবিতা/ শায়েরী উপস্থাপন করবেন। মুশায়েরায় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত থাকবেন। এছাড়া মুশায়েরায় বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, রুহুল আমীন সিরাজী ও উর্দু কবিদের মধ্যে ঢাকার আহমদ ইলিয়াস, শামীম জামানবী প্রমুখ ছাড়াও চট্রগ্রাম, খুলনা ও সৈয়দপুরের খ্যাতনামা উর্দু কবিগণ তাদের কবিতা উপস্থাপন করবেন। একইভাবে অনুষ্ঠানে বাংলাদেশের উপজাতিদের ভাষায় কবিতাও উপস্থাপন করা হবে।

 

Comment

লেখক পরিচিতি

আশিকুল ইসলাম খান

আমি আশিকুল ইসলাম খান। তাকমিল ( স্নাতক) সম্পন্ন করেছি ২০১৫ সালে টঙ্গী দারুল উলূম মাদরাসা থেকে। আরবী সাহিত্য নিয়ে পড়েছি জামিয়া দারুল আরকাম, বি-বাড়িয়ায়। বর্তমানে ইফতা পড়ছি জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম, মিরপুর-১৩। লেখালেখি হাতেখরি সেই বাল্যকালেই শ্রদ্ধেয় মামা মুফতী জহীরুল ইসলাম সাহেবের হাতে । তারপর বেশ কিছু পত্রিকায় কাজ করারও সুযোগ হয়েছে। দীর্ঘ দুই বৎসর পাক্ষিক মুক্ত আওয়াযের টঙ্গী থানা রিপোর্টার হিসেবে কাজ করছি। ইসলাম প্রতিদিনের সাথে জড়িত আছি কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে।