জাতীয় সংবাদ

প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ

বিখ্যাত আলেমে দ্বীন‌‌‌ সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আবদুল্লাহ বিক্রমপুরী গত ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাছাড়াও তিনি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ভাইস চেয়ারম্যান, মুস্তফাগঞ্জ মাদ্রাসার সাবেক মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার শায়খুল হাদীস ও তাঁতিবাজার কেন্দ্রীয় মসজিদের খতিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন।

ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, ২ ছেলে, ২মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে মহান রবের ডাকে সাড়া দেন এই প্রখ্যাত আলেমে দ্বীন।

মুফতী আবদুল্লাহ বিক্রমপুরী  একজন হক্কানী, বুযূর্গ আলেম এবং প্রচার বিমুখ ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রসিদ্ধ সাত কিরাত জানতেন। তাঁর ইন্তেকালে দেশ একজন প্রতিথযশা মুফতী ও মুহাদ্দিস হারাল। হযরতের ইন্তিকালে উলামা মাশায়েখ ও দেশের বড় ক্ষতি হয়ে গেল।

বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বোর্ডের চেয়ারম্যান(চলতি দায়িত্বে) এম আযীযুল হক, সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুল্লাহ শরীফ, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও উপদেষ্টা শাহ আব্দুল হান্নান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহতালার কাছে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।