ছয় মাসেরও কম সময়ে পবিত্র কুরআনের হিফজ (মুখস্থ) সম্পন্ন করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আলোচনায় এসেছেন ১৫ বছর বয়সী তাকওয়া জাহির নামে ফিলিস্তিনি এক কিশোরী।
ইসলাম বেইজ সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনায় জারি করা লকডাউনে ঘরবন্দি সময়গুলো নষ্ট না করে পবিত্র কুরআনের হিফজ করা শুরু করেন তাকওয়া জাহির। অতঃপর, অসাধারণ মেধা ও প্রচেষ্টায় ছয় মাসেরও কম সময়ে সবাইকে হতবাক করে দিয়ে হাফেজ হন তিনি।
হাফেজা তাকওয়া জাহির নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করতে পারা নিজের জীবনের অনেক বড় একটি অর্জন। এতে ইহজগতে যেমন সম্মান পাওয়া যায়, তেমন পরকালে অনেক বড় পুরস্কার ও সফলতাও অর্জন করা যায়।