সম্প্রতি এমটিজে ফ্যাশন নামে নিজস্ব ক্লোথিং ব্রান্ড চালু করেছেন বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল। সোস্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর মাওলানা তারিক জামিলের নতুন ব্রান্ড চালুর বিষয়টি বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছ।
মিশ্রপ্রতিক্রিয়া আসতে শুরু করে বিশ্ববরেণ্য এ দায়ীর হুট করে ফ্যাশন জগতে আসার ব্যাপারেও। কেউ কেউ এর সমালোচনাও করেছেন। কেউ কেউ আবার ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিষয়টিকে।