জীবনী মুসলিম মনীষী

২০২০ সালে আমরা হারিয়েছি যেসব আলেমেদ্বীন

লিখেছেন ফজলে রাববি

২০২০ সালে উল্লেখযোগ্য সংখ্যক বরেণ্য আলেমেদ্বীন হারিয়েছে বাংলাদেশ। অন্যান্য বছরের তুলনায় ২০২০ সালে বেশিসংখ্যক আলেমদের ইনিতকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বজন শ্রদ্ধেয় আলেমেদীন আল্লামা শাহ আহমদ শফীসহ ২০২০ সালে ২২ জন বরেণ্য আলেমে দীন হারিয়েছে বাংলাদেশ। এ ধর্মপ্রচারকগণ যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে। শান্তির বাণী প্রচার করেছেন তারা। প্রিয় দর্শক! চলুন জেনে নেই ২০২০ সালে আমরা কোন কোন আলেমেদ্বীনকে হারিয়েছি।

 ১. মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জী : ৫ জানুয়ারি বিকাল ৪টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ তোফাজ্জল হক হবিগঞ্জী।

২. আল্লামা আযহার আলী আনোয়ার শাহ : ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন বাংলাদেশের প্রখ্যাত আলেম, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।

৩. মাওলানা মোজাম্মেল হক : ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল মারকাজের প্রবীণ শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক।

৪. মাওলানা ইসহাক নুর : ২৩ মার্চ বেলা ১টার দিকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা ইসহাক নুর।

৫. আল্লামা আব্দুল হাই বংশিপ্পা : ২৮ মার্চ ইন্তেকাল করেন সিলেটের হাজার হাজার আলেম-উলামা ও মুহাদ্দিসের শিক্ষক শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই বংশিপ্পা হুজুর।

৬. আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি : ৭ এপ্রিল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ও বাংলাদেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি।

৭. মুফতী ড. মুহাম্মদ আবদুল্লাহ বিক্রমপুরী : ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন প্রখ্যাত আলেমে দ্বীন, তাঁতিবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আবদুল্লাহ বিক্রমপুরী।

৮. মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী : ১৪ এপ্রিল ইন্তেকাল করেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিসের নায়েবে আমির পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী।

 ৯. মাওলানা আবদুর রহিম বুখারি : ১৬ এপ্রিল ইন্তেকাল করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারীস বাংলাদেশের পরিদর্শক ও কক্সবাজারের চকরিয়া ইমাম বোখারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহিম বুখারি।

 ১০. মাওলানা যুবায়ের আহমদ আনসারী : ১৭ এপ্রিল শুক্রবার বাক্ষ্মণবাড়িয়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন প্রখ্যাত বক্তা ও মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুবায়ের আহমদ আনসারী হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনসারী।



১১. আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী : ১৮ এপ্রিল ইন্তেকাল করেন দীর্ঘ ৪০ বছর ধরে বুখারী শরীফের দরস প্রদানকারী প্রবীণ শাইখুল হাদীস ও সায়্যিদ হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর একান্ত প্রিয় শাগরেদ আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী।

১২. মাওলানা আবদুল লতিফ নেজামী : ১১ মে রাত সাড়ে আটটায় ইন্তেকাল করেন দেশের প্রবীণ রাজনীতিবীদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী।

১৩. আল্লামা শাহ তৈয়ব : ২৪ মে দিবাগত রাত দেড়টায় জায়নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির মুহতামিম আল্লামা শাহ্ তৈয়ব।

১৪. মাওলানা শাহ মুহাম্মদ ইদ্রিস : ২৭ মে ইন্তেকাল করেন চট্টগ্রাম নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা শাহ মুহাম্মদ ইদ্রিস।

১৫. মাওলানা আবুল কালাম প্রকাশ : ৩ জুলাই শুক্রবার ইন্তেকাল করেন চট্টগ্রামস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম প্রকাশ (বদ্দা হুজুর)।

১৬. মাওলানা মনিরুজ্জামান সিরাজী : ৮ আগস্ট ইন্তেকাল করেন ব্রাহ্মণবাড়িয়ার ভাদঘুর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির শায়খুল হাদিস মাওলানা মনিরুজ্জামান সিরাজী।

১৭. আল্লামা শাহ আহমদ শফী : ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে ইনতিকাল করেন চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

১৮. শায়খ খলিলুর রহমান বর্ণভী : ৯ অক্টোবর ইন্তেকাল করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মৌলভীবাজারের মুহতামিম, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস শায়খ খলিলুর রহমান বর্ণভী।

১৯. মাওলানা গোলাম সারোয়ার সাঈদী : ২১ নভেম্বর ভোররাত ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেন।

২০. মাওলানা রহিম উল্লাহ কাসেমী : ২৫ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রহিম উল্লাহ কাসেমী।

২১. মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী : ৬ ডিসেম্বর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের জাতীয় ঈদগাহের সাবেক ইমাম শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী।

২২. আল্লামা নূর হুসাইন কাসেমী : ১৩ ডিসেম্বর দুপুর ১টায় গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনতিকাল করেন বারিথারা মাদরাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস নূর হুসাইন কাসেমী।

একজন আলেমেদ্বীনের মৃত্যু মানে একটি আলমের মৃত্যু। ২০২০ সালে আমরা যেসব আলেমেদ্বীনকে হারিয়েছি মহান প্রভুর যেন তাদের প্রত্যেককে জান্নাতের সম্মানিত মাকাম দানে ধন্য করেন এমনটাই প্রত্যাশা রইলো।

Comment

লেখক পরিচিতি

ফজলে রাববি

ফজলে রাববি— তরুণ আলেমেদ্বীন ও মিডিয়াকর্মী। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার থানাপাড়ায় তার জন্ম। পিতার নাম খাইরুল ইসলাম সরকার। দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ফজলে রাববি।
মায়ের একান্ত ইচ্ছায় শৈশবেই মাদ্রাসা শিক্ষায় যাত্রা শুরু হয়। এরপর মা ও বড় বোনের উৎসাহ-অনুপ্রেরণায় এগিয়ে চলা। ছোটবেলা থেকেই স্বপ্নবাজ একজন মানুষ তিনি।
কওমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাধারাতেও পড়াশুনা করছেন রাববি। বর্তমানে দেশের অন্যতম বিদ্যাপিঠ পাহাড়ঘেরা মায়াহরিণের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে অধ্যয়ন করছেন।
পড়াশুনার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় রয়েছে সরব উপস্থিতি। রেডিও, টেলিভিশন ও দেশি-বিদেশী মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। এছাড়াও তার রয়েছে দাওয়াহ ও সেবামূলক কাজে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ।
মিডিয়ার মাধ্যমে ইসলামের বাণীকে ছড়িয়ে দিতে চান বিশ্বময়। আরো বহুদূর যেতে চান তরুণ এই স্কলার। বর্তমানে কাজ করছেন ইসলাম প্রতিদিনের ইন্টারন্যাশনাল ডেক্সের ইনচার্জ হিসেবে।