মধু ও কালোজিরা তেল খেয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন নাইজেরিয়ার ওয়ো রাজ্যের গভর্নর সেয়ী মাকিন্দে। কারোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর এ কথা জানিয়ে টুইটারের নিজস্ব অ্যাকেউন্টে একটি বার্তা প্রদান করেন তিনি।
I am deeply moved by your prayers and support throughout this period. I am so thankful. This evening, I received my second negative test result for COVID-19. I especially thank Prof Temitope Alonge, who acted in my stead as Head of the Oyo State COVID-19 Task Force. pic.twitter.com/p0Tn1iH0H1
— Seyi Makinde (@seyiamakinde) April 5, 2020
করোনা থেকে সুস্থ হওয়ার জন্য তিনি কি কি ব্যবহার করেছেন এমন এক প্রশ্নের উত্তরে মাকিন্দে জানান, তিনি নিয়মিত মধু, ভিটামিন সি এবং কলোজিরা তেল ব্যবহার করেছেন।
প্রিমিয়াম টাইমসকে মাকিন্দে আরো জানান, ওয়ো রাজ্যের স্বাস্থ্যসেবা বোর্ডের নির্বাহী সচিব ড. মাইদেন ওলাতুনজি আমার হাতে কালোজিরার তেল তুলে দেন এবং তিনি বলেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি প্রতিদিন সকালে কালোজিরা তেলের সঙ্গে মধু মিশিয়ে খেয়েছি। সেগুলো খেয়ে আমি কারোনাভাইরাস থেকে মুক্তি পাই।
জনসাধারণকে উদ্দেশ্য করে সেয়ী মাকিন্দে বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর স্থানীয় সমাধান আমাদের হাতে কাছেই রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই। আমি যেমন শারীরী থেকে ভাইরাস বের করতে সক্ষম হয়েছি, তেমনি আমাদের বেশিরভাগ মানুষই এটা পারবেন। সবাইকে তিনি কালোজিরার তেল ও মধু এবং ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন।