তথ্য-প্রযুক্তি ফিচার

আসছে ‘হালাল’ ব্রাউজার

ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মোবাইল ও ডেস্কটপ ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়ার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। সালাম ওয়েব নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, মুসলমানদের জন্য ‘হালাল’ ব্রাউজার এটি। বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে লক্ষ্য করে এই হালাল ব্রাউজার তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি। বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে একটি নিরাপদ এবং নৈতিকভাবে সংবেদনশীল অনলাইন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে এটি।

ভৌগোলিক সীমা ধরে নামাজের সময় দেখাবে ব্রাউজারটি। এতে থাকবে কম্পাস, যা কেবলার দিক জানিয়ে দেবে ব্যবহারকারীদের। এ ছাড়া নামাজের সময় যদি আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যান, ইসলামি শরিয়া অনুযায়ী যদি সেটি নিষিদ্ধ হয়, তাও জানিয়ে দেবে এই ব্রাউজার

সালাম ওয়েবের ব্যবস্থাপনা পরিচালক হাজ্জা হাসনি জরিনা বলেন, “নতুন প্রজন্মের অনেকেই আছেন যারা প্রযুক্তিকে ভালোবাসে, তেমনি আবার ইসলামি শরিয়া অনুযায়ী চলার চেষ্টাও করেন। ফলে আমরা চাই, আমাদের মাধ্যমে তাদের সেই অভিজ্ঞতা যেন আরও ভালো হয়।” চলতি বছরের শুরুতে ব্রাউজারটি আনার কাজ শুরু করে সালাম ওয়েব। আরবি, ইংরেজি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান ভাষা বাহাসা, বাংলা, উর্দু সহ আরও কিছু ভাষায় এ ব্রাউজার ছাড়া হচ্ছে।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।