২১ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের মসজিদুল আল-আকসা বা বাইতুল মুকাদ্দাসের গ্রান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন বাংলাদেশ সফরে আসছেন । রাশিয়াভিত্তিক সংগঠন ইউনাইডেট মুসলিম উম্মাহ ফাউন্ডেশন ও ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের আমন্ত্রণে এ সফরে আসছেন তিনি।
ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের মহাসচিব ড. কাজী এরতেজা হাসান জানান, সংগঠন আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশ্যেই মূলত তিনি আসছেন। এছাড়াও এ সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।
ড. কাজী এরতেজা হাসান আশাবাদ ব্যক্ত করেন, আল-আকসা মসজিদের গ্রান্ড মুফতির আগমনে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে চলমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সেতুবন্ধ দৃঢ়তর হবে। মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি দুই দেশের মধ্যে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, বায়তুল মুকাদ্দাস ইসলামের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান।
কমেন্টস করুন