ফিচার বই ভিডিও

বই পরিচিতি— ০৬ : শবে বরাত : করণীয় ও বর্জনীয়

Featured Video Play Icon

ইসলামী জীবন বিধানে যে কয়টি ফজিলতপূর্ণ রাতের আলোচনা গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে; শবে বরাত বা লাইলাতুল বরাত তার মাঝে অন্যতম। হাদিসে রাসুলে যে রাতটিকে লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী বলে আখ্যায়িত করা হয়েছে। লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী অথবা শবে বরাত বা লাইলাতুল বরাত— যাই বলি না কেন, এ রাতটিকে নিয়ে মুসলিম সমাজে বিধানগত কিছু মতপার্থক্য লক্ষ্য করা যায়।

একটি গ্রুপ বা কিছু কিছু মুসলিমদের দাবী শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে ইসলামী বিধানে কোনো রাত নেই এবং এ রাতকে কেন্দ্র করে কোনো নামাজ বা কোনো রোজা পালনের কোনো নিদের্শনাই ইসলামে নেই। আবার অন্য কিছু কিছু মুসলিমদের দাবী শবে বরাত খুবই ফজিলতপূর্ণ ও তাৎপর্যবহ একটি রাত। এ রাতে গুরুত্ব সহকারে ইবাদত করা উচিত এবং এ রাতে আগের ও পরের দিন রোজা রাখা উত্তম।

শবে বরাতকেন্দ্রিক এহেন মতপার্থক্য থেকে বেঁচে সঠিকভাবে ইসলাম পালন করতে হলে প্রকৃত জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর সেই কাজটি সহজ করে দিয়েছে মাকতাবাতুল আশরাফ। সংক্ষিপ্ত আকারে একটি গ্রন্থ গ্রকাশ করেছে তারা। গ্রন্থটির নাম— শবে বরাত : করর্ণীয় ও বর্জনীয়।


ইসলাম প্রতিদিন বুকস। বই পরিচিতি— ০৮ : শবে বরাত : করণীয়-বর্জনীয়

বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।
বই পরিচিতি— ০৮ : শবে বরাত : করণীয়-বর্জনীয়।
মূল লেখক— মাওলানা আব্দুল মালেক ও মুফতি দিলাওয়ার হুসাইন।

সঙ্কলন— মুহাম্মাদ হাবীবুর রহমান খান।

প্রকাশক— মাকতাবাতুল আশরাফ।

অনলাইন থেকে বইটি কেনার লিঙ্ক—  http://bit.ly/2W4NNM8


গ্রন্থটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সঙ্কলিত হয়েছে। প্রবন্ধগুলো হলো— ১. বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শাবান ও শবে বরাত। ২. উলামায়ে সালাফের উক্তির আলোকে শবে বরাত। ৩. শবে বরাত : করর্ণীয় ও বর্জনীয়। ৪. শবে বরাত : কিছু ভ্রান্তি নিরসন। চারটি প্রবন্ধের তিনটি প্রবন্ধই লিখেছেন মারকাজ-উদ-দাওয়াহ আল ইসলামিয়াহর আমীনুত তালীম ও মাসিক আল-কাউসার পত্রিকার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক এবং একটি প্রবন্ধ লিখেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতী মাওলানা দিলাওয়ার হুসাইন। প্রবন্ধগুলো সঙ্কলন ও সম্পাদনা করেছেন মাওলানা মুহাম্মাদ হাবীবুর রহমান খান।

সঙ্কলকের কথায় মুহাম্মাদ হাবীবুর রহমান খান লিখেছেন, ‘এসব রসম-রেওয়াজ, বাড়াবাড়ি-ছাড়াছাড়ি ও অজ্ঞতা-বিদআত থেকে মুক্তি পেতে চলুন আমরা হাদীসের আলোকেই নির্ধারণ করি শাবান ও শবে বরাতে আমাদের কী করণীয় আর কী বর্জনীয়। এ উদ্দেশ্যেই শাবান ও শবে বরাত সম্পর্কিত এ সঙ্কলনটি গ্রন্থিত করেছি।’ মাত্র ৪০ পৃষ্ঠার এই গ্রন্থটি কলেবরের বিবেচনায় ছোট্ট একটি প্রকাশনা বটে কিন্তু মান ও গুরুত্বের বিবেচনায় এটি একটি অতি মূল্যবান প্রকাশনা। বিশেষত বর্তমান সময়ে শবে বরাতকেন্দ্রিক চলমান মতপার্থক্য নিরসনে এবং বিদআতমুক্ত প্রকৃত আমলের সন্ধানে এ গ্রন্থটি আলোর পথ দেখাবে।

২০১২ সালে গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য মাত্র ৫০ টাকা। বইটির একমাত্র পরিবেশক মুমতায লাইব্রেরী। বইয়ের প্রচ্ছদ, বাইন্ডিং ও পৃষ্ঠাগুলো উন্নতমানের। বইটি কিনতে ফোন করুন, ৯৫৮৯৩০৮ অথবা ০১৭১২ ৮৯৫৭৮৫ নম্বরে। অনলাইন থেকে কিনতে ভিজিট করুন www.maktabatulashraf.com এই ঠিকানায়। এছাড়া ঘরে বসে বইটি পেতে অর্ডার করতে পারেন রকমারি.কমে

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।