সুখী ও সফল দাম্পত্য জীবন কে না চায়! বিপদ ও সমস্যাহীন একটি পারিবারিক জীবনের স্বপ্ন কে না দেখে! সুখময় একটি জীবন সবাইর কামনা। কিন্তু আমরা কি ঠিক জানি কীভাবে একটি জীবন সুখময় হবে? কোন জীবনকে সুখময় ও সফল দাম্পত্য বা পারবিারিক জীবন বলা হয়? ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা আপনার জীবনকে সুখী করবে এবং আপনার দাম্পত্য ও পারিবারিক জীবনকে সফল করবে। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করা। তাহলেই দাম্পত্য ও পারিবারিক জীবন সুখময় ও সফল হবে।
সুখময় জীবনের রহস্য— ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ Enjoy Your Life –এর বাংলা অনুবাদ গ্রন্থ। বইটির প্রকৃত নাম হলো নববী চরিত্রের আলোকে সুখময় জীবনের রহস্য। গোটা বইটিতে একটি জীবন কীভাবে সুখময় হবে, একটি সংসার কীভাবে মধুময় হবে, একজন স্বামী কীভাবে সম্মান করবেন একজন স্ত্রীকে আর একজন স্ত্রী কীভাবে সম্মান জানাবেন একজন স্বামীকে এবং একটি জীবন কীভাবে সফল হবে— নববী চরিত্রের আলোকে তা তুলে ধরা হয়েছে।
বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।
বই পরিচিতি— ০৪ : সুখময় জীবনের রহস্য।
মূল লেখক— ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী।
অনুবাদ— মাওলানা আশরাফ হালিমী।
প্রকাশক— মাকতাবাতুত তাকওয়া।
অনলাইন থেকে বইটি কেনার লিঙ্ক— http://bit.ly/2Oy3RmV
৫৪৯ পৃষ্ঠার বৃহৎ কলেবরের এই গ্রন্থটি এককথায় একটি সুখময় ও সফল দাম্পত্য জীবনের গাইডলাইন। শুধু দাম্পত্য জীবন বা পারবিারিক জীবনই নয় লেখক মানুষের সামাজিক জীবনসহ আরো বিভিন্ন জীবন সংশ্লিষ্ট আলোচনাকেও অন্তর্ভূক্ত করেছেন। মোট কথা একজন মানুষের জীবনকে সুখময় করার প্রায় সব পথ ও পদ্ধতি বিবৃত হয়েছে এই সুখময় জীবনের রহস্য নামক গ্রন্থে।
বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন মারকাজুল কোরআন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ হালিমী। বইটি প্রকাশ করেছেন মাকতাবাতুত তাকওয়া। বইটির প্রচ্ছদ, বাধাই এবং সার্বিক উপস্থাপনা খুবই রুচিসম্মত। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বইটি প্রথম প্রকাশিত হয়। বইটির বিক্রি মূল্য ৩৮০ টাকা। বইটি সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রকাশক মাওলানা শাহাদাৎ বিন শামসুজ্জামান বলেন, ‘আল্লাহ আমাদের এই প্রকাশনাটিকে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের সুখ ও শান্তির পাথেয় হিসেবে কবুল করুন। আমিন।’
বইটি কিনতে চাইলে ১১ বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারের ২৪ নং দোকানে মাকতাবাতুত তাকওয়া থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন ০১৯৬২ ৪১৫০৭০ এই নাম্বারে। আর অনলাইন থেকে কিনতে অর্ডার করতে পারেন রকমারি.কমে।