ফিচার বই

মিরাজুন্নাবী (সা.) সম্পর্কে জানতে পড়ুন এই ৮টি বই

লিখেছেন মিরাজ রহমান

লাইলাতুল মিরাজ বা মিরাজের রাত— শবে মিরাজ হিসাবে যে রাতটি সবচেয়ে বেশি আখ্যায়িত হয়, এটি হচ্ছে ঐ রাত যে রাতে ইসলামের নবী মুহাম্মদের (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। ইসলামের ইতিহাস অনুযায়ী নবুওয়াত প্রাপ্তির একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত ইসলামের নবী মুহাম্মদ (সা.) প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন। এরপর বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন তিনি এবং ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। এই সফরে ফেরেশতা জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন। রাসুলের (সা.) অলৌকিক সফর বিষয়ে বহু ভাষায় বহু গ্রন্থ রচিত হয়েছে, বাংলা ভাষায়ও বেশ উল্লেখযোগ্য গ্রন্থ রচিত হয়েছে। মিরাজুন্নাবী (সা.) নিয়ে বাংণলা ভাষায় রচিত ৮টি গ্রন্থের পরিচিতি নিয়ে আজকের এই ফিচার।

১. কুরআন হাদীসের আলোকে বিশ্বনবীর মিরাজ— বইটি মূলত মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী (রহ.) রচিত গ্রন্থের বাংলা অনুবাদ। বইটি প্রকাশ করেছে বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। মূল্য মাত্র ৭০ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VhSBOc

২. বিশ্ব নবীর (সা.) মিরাজ— বইটি লিখেছেন মুফতী মুহাম্মাদ ইদরীস কাসেমী। প্রকাশ করেছে ইদরীসিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৬। মূল্য মাত্র ৪৪ টাকা । ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VfSLFM

৩. ঘটে গেল বিস্ময়কর মিরাজ— বইটি লিখেছেন হুসাইন বিন সোহরাব। বইটি প্রকাশ করেছে হুসাইন আল-মাদানী প্রকাশনী। মূল্য মাত্র ৫৯ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VdyCjx

৪. শবে মিরাজ ও শবে বরাত : করণীয় কি?— বইটি লিখেছেন মোসাদ্দেক আহমেদ। প্রকাশ করেছে অন্বেষণ পাবলিকেশন। বইটির পৃষ্ঠা সংখ্যা ৩২। মূল্য মাত্র ২১ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2Vdz9lx

৫. ছোটদের মহানবী (সা.) ও তাঁর মিরাজ গমন— বইটি লিখেছেন মুহাম্মদ সিরাজুল হক চৌধুরী। প্রকাশ করেছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স। বইটির মূল্য মাত্র ৫৬ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VcMudL

৬. বিশ্বনবী (সা.)-এর পবিত্র মিরাজ— বইটি লিখেছেন মাওলানা আহমদ সৈয়দ কাওছার। প্রকাশ করেছে এমদাদিয়া কোরআন মহল। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০৬। মূল্য ১২৫ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VeXXcK

৭. কুরআন-হাদীস ও বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসূল (সা.) -এর মিরাজ— বইটি লিখেছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন্স। বইটির পৃষ্ঠা সংখ্যা ১৯২। মূল্য ১৩২ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VfglCn

৮. মিরাজ ও বিজ্ঞান— বইটি মূলত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)-এর রচিত গ্রন্থের বাংলা অনুবাদ। বইটি প্রকাশ করেছে ছারছীনা লাইব্রেরী। মূল্য ১১৯ টাকা। ঘরে বসে রকমারি.কম থেকে বইটি ক্রয় করতে চাইলে ভিজিট করুন এই লিঙ্কে http://bit.ly/2VhU7jm

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।