জাতীয় সংবাদ

মহানবী (সা.)-এর অবমাননাকারীর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি 

সম্প্রতি বিশ্বনবী হজরত মুহাম্মাদ (স.) -এর অবমাননাকারীর শাস্তির দাবিতে ভোলায় বুরহান উদ্দিনে শান্তিপূর্ণ জনসভা ও স্বতস্ফূর্ত গণমিছিলে পুলিশের গুলিবর্ষণে নবীপ্রেমিক তালেবে এলেম ও নিরীহ সাধারণ মানুষ হতাহতের ঘটনায় জাতি উদ্বিগ্ন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকা মহানগর ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়া  সকল আলেম উলামা ইমাম শিক্ষকসহ সকল তাওহীদী জনতার প্রতি সুশৃঙ্খল প্রতিবাদের আহ্বান জানানো হয়। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় যেন স্পর্শকাতর বিষয়গুলোতে জনগণের অনুভূর প্রতি শ্রদ্ধাশীল হয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করা হয়। সর্বোপরি জনগণের জান মালের নিরাপত্তার বিষয়ে সকলকে সচেতন ও সংবেদনশীল হওয়ার অনুরোধ জানানো হয়।

Comment

লেখক পরিচিতি

আব্দুর রহমান রাশেদ

আমি আব্দুর রহমান রাশেদ। জন্ম গাজীপুরের বোর্ড বাজারে। বাবা আলেম না হলে ও সন্তানদেরকে আলেম বানানোই তাঁর জল্পনা-কল্পনা। সেই হিসেবে আমাকে ভর্তি করালেন মাদ্রাসায়। চার-পাঁচ বছর বয়সেই সকালবেলা মকতবে আসা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আমার প্রাথমিক শিক্ষা।
কোরআন শরীফ নাযেরা করেছি বাসার পাশের "বাইতুস সফীর আল ইসলামিয়া "মাদ্রাসায়। দীর্ঘ পাঁচ বছরে এই মাদ্রাসা থেকেই হিফজ সমাপণ করি এবং ২০১২সালে উত্তরা সেন্টার থেকে বেফাক বোর্ডের অধীনে হিফজ পরিক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করি। ঐ বছরেই পাড়ি জমাই রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশে। এখানে মীযান জামাত থেকে শুরু করে দাওরায়ে হাদীস (মাস্টার্স) শেষ করেছি।
২০১৯ সালে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরিক্ষায় মুমতায বিভাগে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আদব বিভাগে অধ্যায়নরত আছি উক্ত মাদ্রাসায়।