দাওয়াহর দৃষ্টিতে যদি আমরা পৃথিবীকে মানুষকে ভাগ করি, তাহলে বলতে হয় পৃথিবীর মানুষ দু-ভাগে বিভক্ত। দাঈ...
লেখক- প্রফেসর ড. মো. ইকবাল হোছাইন
লেখক- প্রফেসর ড. মো. ইকবাল হোছাইন— কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি দাখিল ও আলিম পরীক্ষা ১৯৮৮ ও ১৯৯০ সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বোর্ড বৃত্তি লাভ করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ইউজিসি জনতা ব্যাংক বৃত্তি লাভ করে। মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম হন। ড. ইকবাল দাওয়াহ বিভাগে ১৯৯৯ সালে প্রভাষক হিসেবে বিভাগে যোগদান করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে এমফিল এবং ইউজিসি বৃত্তি নিয়ে ২০০৪ সালে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘সাংবাদিকতায় বঙ্গীয় উলামা-মাশায়েখ’। ২০০৭ সালে লন্ডন বিশ্ববিদ্যলয় থেকে থিওলজীতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল Faith in Contemporary Society. অত:পর ইষ্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে Human Rights Post Graduate Certificate (PGC) সম্পন্ন করেন। সেখানে থাকাকালীন সময়ে তিনি ‘রয়েল কলেজ অব লন্ডনে খন্ডকালীন শিক্ষকতা করেন। ২০১৩ সালে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়েল গেষ্ট হিসেবে হজব্রত পালন করেন। ২০১৩ থেকে ব্যাংককস্থ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পিচ স্টাডিজের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। একই বছর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ২০১৭ সালের এপ্রিলে আমেরিকান ফেডারেল সরকারের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে Interfaith (Religious Education) in the USA বিষয়ে International Visitors Leadership Program (IVLP) সলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেট সফর করেন। এসময় স্টেট ডিপার্টমেন্টে সরকারের অফিসিয়ালদের সাথে আলোচনাসহ বিভিন্ন স্টেটের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ধর্মীয় নেতা, কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। একই বছর ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌতে অবস্থিত সিটি মন্টেশ্বরী স্কুলের 7th International Interfaith Conference আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন এবং Interfaith Award লাভ করেন। জুন ২০১৮ থেকে মে ২০১৯ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে Interfaith Networking -এর উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। Interfaith in Islam and Muslim World নামে একটি গবেষণামুলক বই নিউইয়র্কস্থ Interfaith Center USA থেকে প্রকাশিত হয়। এক বছর গবেষণা কর্ম কর্মের স্বীকৃতি স্বরূপ Interfaith Center USA তাঁকে Proclamation প্রদান করেন। ড. মো. ইকবাল মূলত: আন্তধর্মীয় সংলাপ, নারী অধিকার ও ইসলাম, মুসলিমবিশ্ব ও যুব উন্নয়নে কাজ করেন। উল্লিখিত বিষয়ে দা‘ওয়াহ কার্যক্রমের ব্যাপক প্রয়োজন রয়েছে। তাঁর ৯ টি বই ও ২৯টি গবেষণা প্রবন্ধ দেশী-বিদেশী জার্ণালে প্রকাশিত হয়েছে। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন সময় প্রশাসন কতৃক অর্পিত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর, রোভারর্স স্কাউট সম্পাদক, প্রভোস্ট এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক।