আন্তর্জাতিক সংবাদ

নিয়মিত হিজামা করান বিশ্বসেরা ১০ সেলিব্রেটি

লিখেছেন ফজলে রাববি

হিজামা— রাসূল (সা.) -এর সুন্নাহ চিকিৎসাপদ্ধতি। নিজে হিজামা করাতেন রাসূল (সা.) এবং হিজামা করার উৎসাহমূলক নির্দেশও দিয়েছেন উম্মাহকে। ইংরেজিতে একে বলা হয় ‘কাপিং থেরাপি’। হিজামার নানা উপকারিতার কথা আজ বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত। মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিশ্বসেরা সেলিব্রেটিরাও বর্তমানে নিয়মিত হিজামা করাচ্ছেন।

হিজামা করিয়ে শারীরিক উপকারিতার উপলব্ধিসহ আরোগ্য লাভ করছেন বিভিন্ন রোগ থেকেও। রাসূল (সা.) বলেছেন, নিশ্চয় হিজামায় রয়েছে আরোগ্য। (মুসলিম শরীফ, হাদিস নং- ২২০৫)

বিশ্বসেরা ১০ জন সেলিব্রেটির নিয়মিত হিজামা করানোর একটি খবর বর্তমানে টক অপ দ্য কান্ট্রি। প্রিয় দর্শক!  চলুন জেনে নেই, বিশ্বসেরা কোন কোন সেলিব্রেটি নিয়মিত হিজামা করান।

১. করিম বেনজিমা : নিয়মিত হিজামা করান রিয়েল মাদ্রিদের জনপ্রিয় খেলোয়ার করিম বেনজিমা। হিজামা করানোর একাধিক ছবি ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যায়, ঘাড় ও পিঠে হিজামা করিয়েছেন তিনি।

২. নেইমার : ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার। বার্সেলোনার পক্ষে খেলতে গিয়ে একবার গুরুতর আঘাত পান। আঘাত থেকে সেরে উঠতে হিজামা করান নেইমার। সে ছবি নিজ ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন তিনি।

৩. এ্যান্থনি জুশো : এ্যান্থনি জুশো একজন পেশাদার ব্রিট্রিশ বক্সার। বিশ্বের হেভিওয়েট চ্যাম্পিয়নের অন্যতম একজন। তিনি শুধু হিজামা করানই না, খুব পছন্দও করেন এটাকে। ২০১৫ সালে প্রথম হিজামা করান জুশো। এরপর আর থামাননি…

৪. খাবিব নুরম্যাগোমেদভ : রাশিয়ান বংশোদ্ভূত জনপ্রিয় মার্শাল আর্টিস্ট খাবিব নুরম্যাগমেদভ। ২৭টি মার্শাল ম্যাচে সফলভাবে অংশগ্রহণ করেছেন তিনি। নিয়মিত হিজামা করান খাবিব। নবী (সা.) -এর সুন্নাহ হিসেবেই নিয়মিত হিজামা করান তিনি।

৫. কনোর ম্যাকগ্রেগর : কনোর ম্যাকগ্রেগর একজন আইরিশ নাগরিক। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নিয়মিত হিজামা করান তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার হিজামা গ্রহণের ছবিও ভাইরাল হয়েছে।


 


৬. মাইকেল ফিলিপস : মাইকেল ফিলিপস একজন আমেরিকান নাগরিক। অলিম্পিক গেমের জনপ্রিয় সাঁতারু। এ পর্যন্ত মোট ২৮টি মেডেল জিতেছেন তিনি। জনপ্রিয় এই খোলোয়ারও নিয়মিত হিজামা করান।

৭. নাথা আর্ডিয়ান : জনপ্রিয় আমেরিকান সাঁতারু নাথা আর্ডিয়ান। অলিম্পিক গেমে পাঁচবার গোল্ড মেডেল জিতেছেন তিনি। অনেক বছর ধরে তিনিও নিয়মিত হিজামা করাচ্ছেন।

৮. জেমস হ্যারিসন : জেমস হ্যারিসন জনপ্রিয় একজন আমেরিকান ফুটবলার। দুইবার সুপার বোল চ্যাম্পিয়ন হয়েছেন। মাসে অন্তত দুবার হিজামা করান জনপ্রিয় এ ফুটবল তারকা। হিজামা করিয়ে সুফল পেয়ে মুগ্ধ তিনি।

৯. সানি বিল ইউলিয়ামস : সানি ইউলিয়াম নিউজিল্যান্ডের একজন খেলোয়াড়। একইসাথে তিনি ফুটবলার ও হেভিওয়েট বক্সার। খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন কিছুদিন পূর্বে। কনভার্টেড িএ মুসলিম খেলোয়ারও নিয়মিত হিজামা করান।

১০. জাস্টিন বিবার : জাস্টিন বিবার একজন কানাডিয়ান জনপ্রিয় শিল্পী। এই শিল্পীও নিয়মিত হিজামা গ্রহণ করেন। সম্প্রতি তার কিছু হিজামা করানোর ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

বিশ্বসেরা সেলিব্রেটিদের হিজামা করানোর খবরটির এ কথাকেই প্রমাণিত করলো— রাসুল (সা.) -এর সুন্নাতগুলোর উপকারিতা ও সুফল বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। যতই দিন যাবে আলোকিত হবে ইসলামের শাশ্বত রূপ। বিশ্বদরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে রাসুলে আরাবির সুন্নাতের বৈজ্ঞানিক অবয়ব— এমনটাই প্রত্যাশা রইলো।

Comment

লেখক পরিচিতি

ফজলে রাববি

ফজলে রাববি— তরুণ আলেমেদ্বীন ও মিডিয়াকর্মী। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার থানাপাড়ায় তার জন্ম। পিতার নাম খাইরুল ইসলাম সরকার। দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ফজলে রাববি।
মায়ের একান্ত ইচ্ছায় শৈশবেই মাদ্রাসা শিক্ষায় যাত্রা শুরু হয়। এরপর মা ও বড় বোনের উৎসাহ-অনুপ্রেরণায় এগিয়ে চলা। ছোটবেলা থেকেই স্বপ্নবাজ একজন মানুষ তিনি।
কওমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাধারাতেও পড়াশুনা করছেন রাববি। বর্তমানে দেশের অন্যতম বিদ্যাপিঠ পাহাড়ঘেরা মায়াহরিণের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে অধ্যয়ন করছেন।
পড়াশুনার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় রয়েছে সরব উপস্থিতি। রেডিও, টেলিভিশন ও দেশি-বিদেশী মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। এছাড়াও তার রয়েছে দাওয়াহ ও সেবামূলক কাজে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ।
মিডিয়ার মাধ্যমে ইসলামের বাণীকে ছড়িয়ে দিতে চান বিশ্বময়। আরো বহুদূর যেতে চান তরুণ এই স্কলার। বর্তমানে কাজ করছেন ইসলাম প্রতিদিনের ইন্টারন্যাশনাল ডেক্সের ইনচার্জ হিসেবে।