জাতীয় সংবাদ

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

ফেসবুকে ইসলাম ধর্ম, মহানবী (সা.) ও তার মেয়ে হজরত ফাতেমাকে (রা.) নিয়ে অশালীন মন্তব্য করায় কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে খন্দকার শরীফুল ইসলাম চয়ন (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  উপজেলা সদরের মাস্টারপাড়াস্থ নিজ বাড়ি থেকে সোমবার সকালে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত খন্দকার শরীফুল ইসলাম চয়ন উপজেলা সদরের মাস্টার পাড়ার খন্দকার আমিরুল ইসলাম মাস্টারের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, খন্দকার শরীফুল ইসলাম চয়ন নিজ ফেসবুকে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম, হজরত মোহাম্মদ (সা.) ও তার মেয়ে হজরত ফাতেমাকে (রা.) নিয়ে অশালীন মন্তব্য লিখে আসছিল। রবিবার রাতে এ ঘটনায় উপজেলার রায়তলা গ্রামের ইকবাল হোসেন একটি অভিযোগ করলে পুলিশ সোমবার সকালে খন্দকার শরীফুল ইসলাম চয়নকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ‘আটককৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।