আন্তর্জাতিক সংবাদ

হজের টাকা করোনাভাইরাস তহবিলে দান করলেন কাশ্মীরি নারী

কাশ্মীরের এক মুসলিম নারী তার হজের জন্য সঞ্চিত টাকা কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধ তহবিলে দান করলেন। ভারতীয় টাকার হিসেবে মোট ৫০০,০০০ (পাঁচ লাখ) টাকা দান করেছেন এই নারী।
খালিদা বেগম নামের ৮৭ বছর বয়সী এই মুসলিম নারী ২০২০ সালে পবিত্র হজব্রত পালনের জন্য এই টাকা জমা করেছিলেন। এরপর যখন সৌদি আরবে লকডাউন ষোষিত হলো তখন তিনি তার পরিকল্পনাটি পরিবর্তন করলেন এবং করোনাভাইরাস তহবিলে তার সমস্ত টাকা দান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
খালিদা বেগম তার অর্থ ভাল কাজে লাগাতে চেয়েছিলেন। তিনি বহু লোককে এই মারাত্মক রোগে ভুগতে দেখেছিলেন। তাই তিনি তার হজের টাকাকে মানুষের জীবন রক্ষায় দান করার পদক্ষেপটি নিলেন।
খালিদা বেগম জম্বু কাশ্মীরের খুব কম সংখ্যক নারীদের মধ্যে একজন; যিনি কাশ্মীরে মুসলিম গণহত্যার পরেও একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে শিক্ষার সুযোগ পেয়েছিলেন। কর্নেল পীর মুহাম্মদ খানের পুত্রবধু তিনি।

সূত্র : দ্যইসলামিকইনফরমেশন.কম

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।