ফিচার বই ভিডিও

ইসলামের শান্তিবাদী আলোচনার অনন্য সঙ্কলন— ‘ইসলাম সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা’

Featured Video Play Icon
লিখেছেন মিরাজ রহমান

মানবতা ও মনুষ্যত্বের সবচেয়ে বড় বিপদ হলো সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা। মনুষ্য সভ্যতা এবং মনুষ্য জাতির সব অর্জনকে এক নিমিষেই হুমকির মুখে ঠেলে দিতে পারে এই রোগ। রাষ্ট্রীয় সন্ত্রাস, অর্থনৈতিক সন্ত্রাস, গোষ্ঠীগত সন্ত্রাস, জাতিগত সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাস এবং লিঙ্গ সন্ত্রাস আজ সবকিছু গ্রাস করে নিতে উদ্যত। ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তর আজ আঘাতগ্রস্ত। সন্ত্রাসবাদের কালো থাবায় বিলিন হয়ে যাচ্ছে শান্তি ও নিরাপত্তা। সন্ত্রাসবাদের কালো ছোবল আরো অধিক কালো আঘাত হেনে মানবতাকে নিঃচিহ্ন করে দিচ্ছে। কারণ একটি স্বার্থান্বেষী মহল সন্ত্রাসবাদের নামে ইসলামকে কলুষিত করা অপপ্রয়াস চালাচ্ছে

শান্তি ও সম্প্রীতির ধর্ম— ইসলাম। কল্যাণ ও মঙ্গলকামিতার ধর্ম— ইসলাম। ইসলামের মৌলিক শিক্ষা হলো নিজেদের মত অন্যদেরকেও ভালবাসা। ইসলাম একজন মানুষকে তার নিজের, আত্মীয়-স্বজনের, পরিবার-সমাজের এবং স্বদেশের তথা বিশ্ববাসীর কল্যাণ সাধনের জন্য সক্রিয় ভূমিকা পালনে ও ত্যাগ স্বীকারের প্রেরণা যোগায়। ইসলামের এই শিক্ষার আলোকে বিশ্ববাসীর জীবন ধারায় নেমে আসে প্রশান্তি অমিয় ধারা এবং বিদূরিত হয়ে অশান্তি, হিংসা, বিদ্বেষ এবং হানাহানি। ইসলামের শিক্ষা হলো— মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সাদা-কালো সকল মানুষই আল্লাহর সৃষ্ট বান্দা। সমগ্র মানবজাতি একই পরিবারভুক্ত। রাসুল (সা.) বলেছেন, সকল সৃষ্টি আল্লাহর পরিবারের মতো। (মিশকাত শরীফ)

ইসলামের শান্তিবাদী আলোচনা এবং মানবতার নিরাপত্তায় ইসলামের দিক-নির্দেশনার অমূল্য এক সঙ্কলন ‘ইসলাম সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা’ গ্রন্থটি। গ্রন্থটি রচনা করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্রান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। ৫৬ হাজার বর্গমাইলের এই বঙ্গসীমানা ছাপিয়ে বিশ্বদরবারে যেকয়জন বাঙালি আলেমেদ্বীন পরিচিতি ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ তাদের অন্যতম একজন।


বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।

বই পরিচিতি— ২৪ : ইসলাম সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা।

লেখক— মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

প্রকাশক— পাথেয় পাবলিকেশন্স।

বইটি কিনতে চাইলে কল করুন— ০১৮৫৬১৪৪৪৪১ এই নাম্বারে।


এটি মূলত একটি প্রবন্ধ সংকলন। ষাটের দশকে জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। যুগ চাহিদার আলোকে পুরানো কিছু প্রবন্ধ এবং নতুন কিছু প্রবন্ধের মহতি এক আয়োজন ‘ইসলাম সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা’ গ্রন্থটি। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটের আলোকে রচিত নতুন কিছু প্রবন্ধের সঙ্গে পুরনো প্রবন্ধগুলো সংযুক্তি বিষয়বস্তুর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং বইটিকে করেছে সমৃদ্ধ।

বইটিতে স্থান লাভকারী প্রবন্ধগুলোর শিরোনাম হলো— ইসলামে শান্তি ও নিরাপত্তা। ইসলাম ও জিহাদ। ইসলাম ও সন্ত্রাসবাদ। সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস। লিঙ্গ সাম্প্রদায়িকতা বনাম ইসলামে নারী অধিকার। ভারত উপমহাদেশে সাম্প্রদায়িক হিংস্রতা সৃষ্টির পেছনে। ইসলামী সমাজে অমুসলিম সম্প্রদায়। ইসলাম ও চরমপন্থা। ইসলাম ও জঙ্গীবাদ। ইসলামের নামে জঙ্গীবাদের বিভ্রান্তি ও অপব্যাখ্যা।

বইটি সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে প্রকাশক মাওলানা সদরুদ্দিন মাকনুন লিখেছেন, ‘বিশ্বব্যাপী সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদবিরোধী আন্দোলনের যুগসন্ধিক্ষণে বিষয়বস্তুর দিক থেকে বইটির গুরুত্ব অপরিসীম। ধর্মীয় তুলনামূলক আলোচনার পাশাপাশি সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়াদী সম্পর্কে লেখকের অভিজ্ঞান সমাজে চিন্তাগত পরিবর্তন আনতে সহায়ক হবে বলে মনে করি।’

গ্রন্থটি প্রকাশ করেছে পাথেয় পাবলিকেশন্স। মোট পৃষ্ঠা সংখ্যা ১১৮। মুদ্রিত মূল্য ১৬০ টাকা। ২০০৮ সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছে আর ২০১৮ সালে মুদ্রিত হয়েছে তৃতীয় সংস্করণ। বইটির প্রকাশনা মান যথেষ্ঠ রুচিসম্মত। বইটি কিনতে চাইলে ১২৭/এ/১ চৌধুরীপাড়ায় অবস্থিত পাথেয় পাবলিকেশন্সের অফিস থেকে ক্রয় করতে পারেন অথবা কল করতে পারেন ০১৭৭৭৪৪৭৭২৪ এই নাম্বারে। এছাড়া ঘরে বসে বইটি পেতে চাইলে অর্ডার করুন রকমারি.কমে।

 

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।