আন্তর্জাতিক সংবাদ

সাগরের তলদেশে আজান, ইফতার ও নামাজ

আরব সাগরের তলদেশে আজান, ইফতার এবং নামাজ আদায়ের ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পতাকা ও কালেমা তাইয়্যেবার পতাকা হাতে ২ যুবক এ দুঃসাহসী কাজে অংশগ্রহণ করে। কুদরত ডটকমের তথ্য মতে, জানা যায় যে, ইয়াহইয়া আশফাক, ওমর জান ও আইয়ুব পাটেল নামে পাকিস্তানের ৩ যুবকের দীর্ঘ দিনের ইচ্ছে যে তারা সমুদ্রের তলদেশে গিয়ে আজানের ধ্বনি পৌছে দেবে, যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু বিভিন্ন প্রজাতির প্রাণী। সেখানে তারা ইফতার করবে এবং নামাজ পড়বে।

এ ঘটনাটি ঘটে আরব সাগরের ১৬০ ফিট গভীরে। তবে ভিডিওতে ২ জনকে দেখা যায়। তাদের একজন হলো আশফাক। তিনি জানান, ‘তাওহিদের কালেমা ও দেশের পতাকা হাতে গভীর সমুদ্রে আজান, ইফতার ও নামাজ আদায় করতে পেরে গর্বিত।’ তিনি আরো জানান, ‘দুনিয়ার এমন কোনো স্থান থাকবে না যেখানে আজাদের ধ্বনি পৌছবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সমুদ্র তলদেশে আজান, ইফতার ও নামাজের ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে…

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।