দাওয়াত ফিচার সভ্যতা-সংস্কৃতি

ওয়াজ-মাহফিলের উদ্দেশ্য ও বক্তার যোগ্যতা প্রসঙ্গ

মুসলমানদের ঈমান-আমল, আকিদা-বিশ্বাসের সংশোধনে ও আত্মিক পরিশুদ্ধির ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম। তবে আর সব আমলের মতো ওয়াজের উদ্দেশ্য হতে হবে মানুষকে ইহ-পরকালীন কল্যাণের পথনির্দেশ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুই ওই আমল কবুল করেন, যা তার সন্তুষ্টির জন্য করা হয়। (বায়হাকি)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, যে ভাষার প্রাঞ্জলতা শিখে মানুষের অন্তরকে তার প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে, কেয়ামতের দিন আল্লাহ তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না।’ (মেশকাত : ৪১০)।

ইমাম গাজালি (রহ.) তার লিখিত গ্রন্থ ‘আইয়্যুহাল ওয়ালাদ’ গ্রন্থে লিখেছেন, ওয়াজকারীদের ওয়াজ দ্বারা উদ্দেশ্য যেন হয় মানুষকে দুনিয়া থেকে আখেরাতের প্রতি, গোনাহ থেকে নেকির প্রতি, লোভ থেকে পরিতুষ্টির প্রতি আহ্বান করা। এরই ভিত্তিতে বক্তারা শ্রোতাদের পরকালমুখী ও দুনিয়াবিমুখ করে গড়ে তোলার প্রয়াস করা। ইবাদত-বন্দেগি ও তাকওয়ার দীক্ষা দান করা। সর্বোপরি আত্মিক অবস্থা পরিবর্তনের সাধনা করা। এটাই প্রকৃত ওয়াজ। আর যে বক্তা এরূপ উদ্দেশ্য ব্যতিরেকে ওয়াজ করবে তার ওয়াজ মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। দ্বীনদার মুসলমানরা যেন এরকম বক্তা ও ওয়াজ সম্পূর্ণরূপে পরিহার করে। (মাজালিসুল আবরার : ৪৮২)।

বক্তাদের পাঁচটি বৈশিষ্ট্য আবশ্যক— ১. এলম বা কোরআন-সুন্নাহর পর্যাপ্ত জ্ঞান। কেননা এলমহীন ব্যক্তি সঠিক ও বিশুদ্ধ বয়ান করতে অক্ষম। ২. আল্লাহর সন্তুষ্ট ও তাঁর দ্বীন প্রচারের উদ্দেশ্য। ৩. যা বয়ান করবেন তদনুযায়ী নিজে আমল করা। ৪. শ্রোতাদের ওপর দয়ার্দ্র ও বিনম্র হয়ে কথা বলা। ৫. ধৈর্যশীল ও সহনশীল হওয়া। (ফাতাওয়ায়ে আলমগীরি : ৪/১১০)।

ওয়াজকারীর দুইটি গুণ অপরিহার্য সম্মানিত ওয়াজকারী ব্যক্তির জন্য দুইটি গুণ অত্যাবশ্যক। প্রথমটি হলো— তিনি অপরকে যে পথের উপদেশ দেবেন, নিজে সেই পথে চলবেন। অর্থাৎ অপরকে দ্বীনের দাওয়াত দেয়ার মতো নিজে দ্বীনের পথে চলবেন।

দ্বিতীয় হলো— ওয়াজ করবেন আখেরাত অর্জনের জন্য, দুনিয়ার সুনাম, সুখ্যাতি বা বিত্ত অর্জনের অভিলাষে নয়। বক্তাদের পথ খরচ বা তার অমূল্য সময়ের জন্য যে হাদিয়া দেয়া হয়, তা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে এবং সন্তুষ্টিচিত্তে হওয়া উচিত। আয়োজকদেরও উচিত যে বিজ্ঞ আলেমকে তারা অতিথি ও আলোচক হিসেবে দাওয়াত করছেন তাদের যথাযথ সম্মান করা। তবে চুক্তিভিত্তিক টাকা নিয়ে কিছু বক্তা ওয়াজ করেন, তাদের কথায় মানুষের হেদায়েত কতটুকু হতে পারে সে নিয়ে হক্কানি উলামায়ে কেরাম সবসময়ই সন্দেহ প্রকাশ করে থাকেন। কেননা কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘তোমরা তাদের অনুসরণ করো যারা দ্বীনি বিষয়ে কোনো পারিশ্রমিক চায় না এবং তারা সুপথপ্রাপ্ত।’ (সূরা ইয়াসিন : ২১)।

তাফসিরে মাআরেফুল কোরআনে মুফতি শফী (রহ.) লিখেছেন, ‘দুই শ্রেণীর বক্তার বক্তৃতায় মানুষের কোনো হেদায়েত হয় না। ১. এক শ্রেণী যারা মানুষকে আমলের কথা বলে, ভালো পথে চলার কথা বলে আর নিজেই এর ওপর আমল করে না। ২. আরেক শ্রেণী হলো যারা ওয়াজ করে মানুষের কাছে টাকা চায়।

আল্লামা ইবনুল জওযী (রহ.) ‘তালবীসে ইবলীস’ কিতাবে বক্তাদের হালহকিকত বর্ণনার অধ্যায়ে লিখেছেন, আগেকার যুগে বক্তারা আমলওয়ালা আলেম ছিলেন। এখনকার সময়ে আমলওয়ালা আলেমের খুবই অভাব। এখনকার সময়ে এ কাজটিকে জাহিলরা তাদের পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারা জরুরতে দ্বীন ও আমলের আলোচনা বাদ দিয়ে মূর্খ আওয়ামের পছন্দসই বিভিন্ন কিচ্ছা-কাহিনী বর্ণনায় প্রবৃত্ত হয়েছে। (তালবিসুল ইবলীস : ১৬৮)।

মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.) ‘রাসায়েলে মুফতি আজম’ কিতাবে লিখেছেন, ওয়াজ হলো ‘ইনজার’ তথা মানুষকে গোনাহ থেকে ভয় দেখানো ও সতর্ক করার নাম। ওয়াজে কোকিল কণ্ঠে, টেনে টেনে বয়ান বলা এবং গানের স্বরে শে’র কবিতা গাওয়া ঠিক নয়। আল্লামা ইবনুল জওযী (রহ.) বলেন, এই যুগে অধিকাংশ বক্তাই ওয়াজে বিভিন্ন কিচ্ছা-কাহিনী বলে সময় অতিবাহিত করে দেন। জরুরি ফারায়েজ ও আমলের আলোচনা তাতে খুব অল্পই হয়ে থাকে। তাদের ওয়াজ সংশ্লিষ্ট বিষয়বস্তু থেকে অসম্পূর্ণ থাকে।

কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা অসম্পূর্ণ থাকে। কিচ্ছা-কাহিনী শুনে শ্রোতারা আর কতটুকু উপকৃত হতে পারেন? (তালবিসুল ইবলিস : ১৭১ )। মুফতি ফয়জুল্লাহ (রহ.) বলেন, বর্তমান যুগে ওয়াজ মাহফিলে খুব কম লোকই সহিহ নিয়ত নিয়ে আসে এবং বক্তারাও দ্বীন প্রচারের উদ্দেশ্যে আসেন না। পার্থিব স্বার্থের জন্য বক্তারা মাহফিল করে থাকেন। শ্রোতারাও সুন্দর কণ্ঠওয়ালা বক্তাদের নাম শুনলে তার ওয়াজ শুনতে আসেন। আর এ কারণেই হেদায়েত না নিয়ে বঞ্চিত হয়ে বাড়ি ফিরে যান। (ইযহারুল মুনকারাত : ৫)।

Comment

লেখক পরিচিতি

এহসান বিন মুজাহির

এহসান বিন মুজাহির— তরুণ লেখক, সাংবাদিক ও শিক্ষক। জন্ম ১৫ মে ১৯৯২ । মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জানাউড়ার সাইটুলা গ্রামে জন্ম এবং শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় (সুনগইড়) বেড়ে উঠা। পিতা মাওলানা মুজাহিরুল হক। শ্রীমঙ্গলের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রিন্সিপাল।
লেখক এহসান বিন মুজাহির মৌলবীবাজারের শ্রীমঙ্গলের গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল, রাজনগর দারুস সুন্নাহ (ডিএস) ফাজিল মাদরাসা থেকে আলিম, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিনে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা থেকে ফাজিল (বিএ), বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোড’র (বেফাক) অধিনে ২০১০ সালে তাকমিল ফিল হাদিস (এমএ), বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়েরর অধিনে ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি ফিকহ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (কামিল) লাভ করেন। ২০০৫ সাল থেকে লেখালেখির সাথে জড়িত। ছড়া-কবিতার মধ্যদিয়ে লেখালেখির জগতে পদার্পণ।
২০০৮ সাল থেকে ইসলাম সমাজ, সাহিত্য-সংস্কৃতিসহ সমসাময়িক নানা বিষয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক বিভন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনএবং দেশ-বিদেশের অনলাইন পোর্টালে লিখছেন। বর্তমানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে প্রিন্সিপাল হিসেবে কর্মরত। পাশাপাশি জাতীয় দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের শ্রীমঙ্গল প্রতিনিধি, একুশে জার্নাল ডটকম, ই-নিউজ একাত্তর ডটকমের মৌলভীবাজার রিপোর্টার এবং শ্রীমঙ্গল উপজেলার শিক্ষকদের সংগঠন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বও সততা-নিষ্ঠার সাথে সক্রিয়ভাবে পালন করছেন।
শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতিক ময়দানেও সরব উপস্থিতি রয়েছে। লেখালেখি-সাংবাদিকতায় এহসান বিন মুজাহির হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করলেও সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ড অনুযায়ী মূল নাম হলো মোঃ এহসানুল হক।