জাতীয় ফিচার সংবাদ স্থাপত্য-নিদর্শন

আল্লাহর ৯৯ নাম সংবলিত স্তম্ভ হলো মুন্সিগঞ্জে

মুন্সিগঞ্জ শহরের প্রানকেন্দ্র পুরাতন কাচারী এলাকায় মহান আল্লাহ তায়ালার ৯৯ নাম খচিত দৃষ্টি নন্দিত স্তম্ভ আসমাউল হুসনা শোভা পাচ্ছে। মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় ও জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন সড়কের মোড়ে শোভা যাচ্ছে এ স্তম্ভ। মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগষ্টে নিহত শহীদদের স্মরণে আসমাউল হুসনা স্তম্ভ নির্মাণ করায় মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব নগরবাসীর কাছে বেশ প্রসংশিত হয়েছেন।

মুন্সিগঞ্জ পৌরসভার সূত্র মতে, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ আলী এটি নির্মাণ করেন। সম্প্রতি এ স্তম্ভের ফলক উম্মোচন করেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সভাপতি আল্লামা খন্দকার গোলাম মাওলা।

মুন্সিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, ভূমি থেকে ৪ ফুট উঁচু একটি প্লাটফর্ম রয়েছে। যা ১০ কোনাকৃতির। এটির উপর ১০ টি শাপলা পাপড়ী। এখান থেকে ৪ কোনাকৃতির একটি স্তম্ভ ২২ ফুট উচুতে উঠেছে। যার প্রতিটি পাশের দৈর্ঘ্য ৩ বাই ৩ ফুট। এরপর ৬ ইঞ্চি একটি ডিজাইন শোভা পাচ্ছে। সেখান থেকে সুলতানী পেটার্নে গম্বুজ। যা ২ ফুট ৬ ইঞ্চি উচু। এ গম্বুজের নিচের অংশে ৪ কোনে আল্লাহর নাম খচিত। গম্বুজের শীর্ষে পিতলের নির্মিত চুড়া। সব মিলিয়ে আসমাউল হুসনা স্তম্ভটি ৩০ ফুট উচু।

পৌরসভাবাসী জানান, শহরের প্রানকেন্দ্রে স্তম্ভটি নির্মাণের মধ্য দিয়ে সৌন্দর্য বেড়েছে সড়কের। এতে বেশ প্রশংসার দাবী রাখে পৌর মেয়র। দৃষ্টি নন্দন এ স্তম্ভ দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়। দুর-দুরান্ত থেকে অনেকেই এ স্তম্ভ দেখার জন্য ছুটে আসছেন শহরের পুরাতন কাচারী এলাকায়।

Comment

লেখক পরিচিতি

মঈনউদ্দিন সুমন

আমি মঈনউদ্দিন সুমন। লেখালেখি ও সাংবাদিকতা আমার পেশা ও নেশা। বর্তমানে কাজ করছি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। ঘুরে বেড়ানো আমার প্রধানতম শখ।