জাতীয় সংবাদ

বৃষ্টি মাথায় শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

বৃষ্টিস্নাত দিনে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার ফজর নামাজের পর তাবলিগের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়। বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ মুনসুর।

ইজতেমায় আগত বয়স্ক মুসল্লিরা বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ চটের শামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। শনিবার সন্ধ্যায় মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। মুসল্লিদের মাঠে প্রবেশের এ ধারা আজ সকাল গড়িয়ে দুপুর অবধি অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, নিজামুদ্দিন থেকে আসা মুরব্বিরাই দ্বিতীয় ধাপের এ ইজতেমায় বয়ান করবেন এবং তাদের তত্ত্বাবধানে মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।