জাতীয় সংবাদ

৫ শতাধিক পরিবারে কোরবানীর গোশত বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন

দেশের ১৪ টি স্থানে কোরবানীর গোশত বিতরণ করেছে মার্কিনযুক্ত রাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ফাউন্ডেশনের। এ সংস্থার স্বেচ্ছাসেবিরা রাজধানী ঢাকাসহ দেশের ১৪ টি প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০০ শতাধিক পরিবারের মাঝে কোরবানীর পশুর গোশত বিতরণ করেন। কারণ করোনা মহামারীর দুর্যোগে আর্থিক সংকটে দেশের নিন্ম আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে তাদের দুর্দশায় পাশে দাঁড়াতে আবারো এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সাহায্য সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ।

পিরোজপুর, হবিগঞ্জ, বরগুনা, নেছারাবাদ (স্বরুপকাঠি), ঢাকার আফতাবনগর, তেজকুনিপাড়া (তেজগাও), বরিশালের চরমোনাই, ঢাকার মুগদা, চাদপুর, পটুয়াখালী, নরসিংদি, লালমনিরহাট ও নেত্রোকোনায় কোরবানীর আয়োজন করে গোশত বিতরণ সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকালে পশু জবাইয়ের পরে গোশত প্রস্তুত করে প্রত্যেক এলাকার নিন্ম আয়ের মানুষের কাছে পৌছে দেয়া হয়। এ প্রসঙ্গে, সংস্থার প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রতিবছরের মত এবারও আমরা কোরবানীর মাংশ বিতরণ কার্যক্রম আয়োজন করতে পেরেছি। মানুষের কাছে সামর্থ্য অনুযায়ী কোরবানীর গোশত পৌছে দেয়া হয়েছে। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জানান মুহাম্মদ শহীদুল্লাহ। এই উদ্যোগকে সফল করতে প্রবাসী যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান সাদাকাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী।



এদিকে, সাদাকাহ ফাউন্ডেশনের এমন সামাজিক উদ্যোগে শামিল হতে পেরে স্বেচ্ছাসেবী রুহুল আমীন বলেন, ভাল কাজে সব সময় এগিয়ে থাকে সাদাকাহ ফাউন্ডেশন। তাই ব্যবসা বানিজ্যের ব্যস্ততার পরেও যখনই সাদাকাহর কোন কাজের দাওয়াত পাই নিজেকে সেই কাজে সম্পৃক্ত করার জন্য এগিয়ে আসি। মনে করি এই উদ্যোগতো দেশে থেকে আ,মাদেরই নেয়া দরকার ছিল। কিন্তু প্রবাসে থেকে সাদাকাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ’র এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে আমাদের সর্বস্ব চেষ্টা থাকবে সব সময়।

আরেক স্বেচ্ছাসেবী তানভীর হাসান জানান, যখন নিন্ম আয়ের মানুষের হাতে এই কোরবানীর গোশত তুলে দেয়া হয়, তাদের প্রাণ খোলা হাসি দেখলে আয়োজনের সব কায়িক পরিশ্রমের কষ্ট মূহুর্তেই মিলিয়ে যায়। মনে হয় প্রশান্তিতে ভয়ে যায় মন। সাদাকাহর এমন আয়োজন আগামী দিনগুলোতে আরো বেশি বেশি হোক সেই প্রত্যাশাও করেছেন উপকারভোগী নিন্ম আয়ের সাধারণ মানুষেরা। উল্লেখ্য, ২০২০ সালের কোরবানীর সময়েও দেশের ১৯ জেলায় মাংশ বিতরণ করে মার্কিন এ সাহায্য সংস্থা।

 

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।