তথ্য-প্রযুক্তি ফিচার

রমজান উপলক্ষে কোরআন অ্যাপ চালু করলো মসজিদুল হারাম

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের তীর্থস্থান পবিত্র মসজিদুল হারামাইনে (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি) চলছে নানা ধরনের প্রস্তুতি ও তোড়জোড়। সেই প্রস্তুতির অংশ হিসেবে পবিত্র মসজিদুল হারাম এবার চালু করলো ‘কুরআন অ্যাপ’। প্রথমবারের মতো চালুকৃত এ অ্যাপটির নাম ‘মাসহাফুল হারামাইন’।

মসজিদুল হারাম ও মসজিদে নববির কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ প্রফেসর আবদুর রহমান আস-সুদাইস বুধবার (২৪ এপ্রিল) অ্যাপটি (এআর) উদ্বোধন করেন। পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত খবরে তথ্যটি জানা গেছে। মসজিদুল হারামের কুরআন অ্যাপটি পবিত্র কুরআনুল কারিমের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসেবে বিবেচিত হচ্ছে। এ অ্যাপ চালু করার মাধ্যমে—বাস্তব দুনিয়ার সঙ্গে কম্পিউটারে তৈরি তথ্যচিত্র যোগ করে প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে পরাবাস্তবতা সংযোজন করে দেওয়া হয়েছে।

এছাড়াও অ্যাপটিতে দেখে দেখে কুরআন তিলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কুরআনের কপির দৃশ্যায়ন করা হবে। কুরআনের পৃষ্ঠা নম্বর দেখা যাবে। পাশাপাশি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যাও (আত-তাফসির আল-মুয়াসসার) পাঠক চাইলে পড়তে পারবেন। আবার কুরআনের শাব্দিক অর্থের কিতাব ‘আল-মুয়াসসার ফি গরিবিল কুরআনিল কারিম)-এ নজর বুলানোরও ব্যবস্থা রয়েছে।

অ্যাপটির একটি চমৎকার দিক হচ্ছে, পাঠক শায়খ আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তারতিলের সঙ্গে কুরআন তেলাওয়াত শুনতে পাবেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এ অ্যাপটি মসজিদুল হারাম ও মসজিদে নববির কার্যপরিচালনা পরিষদের আগ্রহ ও সৌদি বাদশাহ এবং তাদের ভিশন- ২০৩০ এর অংশ হিসেবে চালু করা হয় বলে জানা গেছে।

Comment

লেখক পরিচিতি

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী— প্রাবন্ধিক ও শিক্ষক। জন্ম ০১ মার্চ, ১৯৮৪। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে জন্ম এবং বেড়ে উঠা। পিতা কুমিল্লা জেলার প্রখ্যাত ওয়ায়েজ ও মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.)।
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পাশ করেন। পাশাপাশি কওমি শিক্ষাধারায়ও কিছুদিন পড়াশুনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিও অর্জন করেন।
দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে লিখছেন। বর্তমানে একটি বেসরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।