জাতীয় সংবাদ

আনতারা’র আয়োজনে কবি আল মাহমুদ স্মরণসভা অনুষ্ঠিত

কল্যাণচিন্তার কাগজ আনতারার আয়োজনে কবি আল মাহমুদ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় রাজধানীর ২২/১ তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অনুষ্ঠান পরিচিতি ও কবি আল মাহমুদের আলোচনা সভা আয়োজনের হেতু নিয়ে আয়োজকদের প্রধান ও প্রকাশক মনযূর আহমাদ স্বাগত বক্তব্য দেন। তিনি আল মাহমুদের সাহিত্য ও জীবন নিয়ে সংবেদনশীল বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্পাদক কবি আল মুজাহিদী। তিনি বলেন, আল মাহমুদ কবিতার মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ও মুক্তবুদ্ধির মানুষ। তার বিশ্বাস ও শিল্প উভয়টিই আমাদের দেশের সম্পদ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, আমাদের মনে রাখতে হবে, কবিতা নয়, সংস্কৃতিই হলো মূলকথা। একটা জাতিকে চেনা যায় তার সংস্কৃতি দিয়ে। এর সাথে বিশ্বাস জড়িত। সুতরাং আল মাহমুত ভাই ছিলেন বিশ্বাসের কবি, কুরআনে যেমন কবিদের বিভ্রান্তির কথা বলা হয়েছে, তেমন নয়। বিশেষ আলোচক হিসেবে নন্দিত কথাশিল্পী মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন বলেন, আল মাহমুদের শক্তি এখানেই যে, যখন তিনি এ-দেশে বিশ্বাসী মানুষের দলভুক্ত হওয়ার ফলে সমালোচিত হচ্ছিলেন, তখন কলকাতায় তাকে ব্যাপক সংবর্ধনা দিয়ে সম্মাননা দেওয়া হয়। তিনি এই দেশের মাটির কথা বলেছেন। এ-দেশের আট লাখ মসজিদের আজানের কথা বাদ দিয়ে সত্যিকারের কোনো সাহিত্য রচিত হতে পারে না।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেছেন সাহিত্য বিশ্লেষক মাওলানা যোবায়ের আহমাদ আশরাফ, সব্যসাচী লেখক মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট চিন্তাবিদ মুফতী হারুন ইজহার, জনিপ্রয় লেখক মাওলানা রুহুল আমীন সাদী, উভয় বাংলার জনপ্রিয় তরুণ কবি হাসান রোবয়েত, দৈনিক বাংলাদেশ বুলেটিনের ফিচার সম্পাদক মিরাজ রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, নুরবিডি ডটকমের সম্পাদক সৈয়দ সামছুল হুদা, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদাউস, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন ও পীরইয়েমেনি জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

তরুণ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুস সাত্তার আইনী, তুহিন খান, ইফতেখার জামিল, এহসান সিরাজ, আশরাফুল হক ও সুলাইমান সাদী প্রমুখ। অনুষ্ঠানের শুরু হয়েছে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এবং জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর শিশুশিল্পীরা হামদ ও নাত পরিবেশন করেন।

দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবিকে নিয়ে আয়োজিত মনমুগদ্ধকর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনতারা’র সহযোগী সম্পাদক মনযূরুল হক ও পাক্ষিক সবার খবরের সম্পাদক আবদুল গাফফার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিনির্মাণের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ সিদ্দিক। নির্বাহী সম্পাদক কবি মহিম মাহফুজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তিনি আগামীতে কবি আল মাহমুদকে নিয়ে আনতারা’র বিশেষ সংখ্যা প্রকাশের কথা ব্যক্ত করেন।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।