আন্তর্জাতিক ফিচার মুসলিম উম্মাহ সংবাদ

বায়তুল মোকাদ্দাসের ‘বাবুর রহমা’য় ১৬ বছর পর আদায় হলো জুমআর নামাজ

মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস। এ পবিত্র মসজিদের একটি বিশেষ অংশ বাবুর রহমাহ।গত শুক্রবার জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শত শত ফিলিস্তিনি বাবুর রহমায় প্রবেশ করে এবং জুমআর নামাজ আদায় করে। দীর্ঘ ১৬ বছর পর এখানে পবিত্র জুমআর নামাজ অনুষ্ঠিত হয়।

২০০৩ সাল থেকে ইসরাইলি দখলদার বাহিনী অন্যায়ভাবে  মুসলমানদেরকে বাবুর রহমায় প্রবেশ এবং জুমআর নামাজ আদায় থেকে বঞ্চিত করে রাখে। এদিন জুমআর নামাজ আদায় শেষে ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমান মুসলিম জাতীয়তাবাদের স্লোগান দেয়ার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা তুলে ধরে।

উল্লেখ্য যে, ইসলাম ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষই এ স্থানটিকে তাদের তৃতীয় সর্বোচ্চ পবিত্রতম স্থান হিসেবে মনে করে। আর ইসরাইলি দখলদার বাহিনীদের বিশ্বাস হলো এ স্থানে প্রাচীনকালে তাদের দু’টি উপাসনালয় বিদ্যমান ছিল।

ফলে ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে নেয়। আর ১৯৮০ সালে তারা পুরো শহরটিই দখল করে নেয়। তারা এ পবিত্র শহরটিকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে। যদিও আন্তর্জাতিক মহলে তাদের দাবি ও ঘোষণা সমর্থিত হয়নি।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।